শ্রীমঙ্গলে ৪৬ বোতল বিদেশী মদসহ গ্রেফতার ১

এফএনএস (আতাউর রহমান কাজল; শ্রীমঙ্গল, মৌলভী বাজার) : | প্রকাশ: ১২ সেপ্টেম্বর, ২০২৫, ০৪:০৭ পিএম
শ্রীমঙ্গলে ৪৬ বোতল বিদেশী মদসহ গ্রেফতার ১

শ্রীমঙ্গল থানা পুলিশের বিশেষ অভিযানে বৃহস্পতিবার রাতে ৪৬ বোতল বিদেশি মদসহ মো. হাবিবউল্লাহ নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আমিনুল ইসলাম জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ৭ টার দিকে  এসআই দেলোয়ার হোসেনসহ পুলিশের একটি টিম  শ্রীমঙ্গল ইউপির অন্তর্গত উত্তরসুর এলাকায় শ্রীমঙ্গল টু হবিগঞ্জগামী আঞ্চলিক মহাসড়কের রাস্তায় চেকপোস্ট করাকালে একটি নাম্বার বিহীন সিএনজি অটোরিক্সা তল্লাশী করে বিদেশী মদসহ আসামী মোঃ হাবিব উল্ল্যাহ (৩২) কে গ্রেফতার করে। সে উপজেলার হুগলিয়া টিলাগাও এলাকার আজিম মোল্লার ছেলে বলে পুলিশ জানিয়েছে। 

পরে সিএনজি তল্লাশী করে যাত্রী বসার সিটের পিছনে একটি কাগজের কার্টুন ও একটি সাদা প্লাস্টিকের বস্তার ভেতর হতে ভারতীয় ২৪ বোতল ঝঊঅএজঅগ'ঝ ইখঊউঊজঝ চজওউঊ ৩৭৫ সষ মদ, ১১  বোতল ইঅঈঅজউও খওগঙঘ ৩৭৫ সষ মদ এবং  ১১ বোতল গঅএওঈ গঙগঊঘঞঝ ৩৭৫ সষ মদসহ সর্বমোট ৪৬ বোতল বিদেশী মদ জব্দ করে। পুলিশ জানায়, যার মূল্য আনুমানিক ৬৯ হাজার টাকা। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে নিয়মিত মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে