দৌলতপুরে কুষ্টিয়ার নবাগত জেলা প্রশাসকের সভা

এফএনএস (মোঃ সাইফুল ইসলাম শাহিন; দৌলতপুর, কুষ্টিয়া) : | প্রকাশ: ১২ সেপ্টেম্বর, ২০২৫, ০৪:১৩ পিএম
দৌলতপুরে কুষ্টিয়ার নবাগত জেলা প্রশাসকের সভা

দৈলতপুর উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার বেলা ১২টায় উপজেলা পরিষদ কনফারেন্স রুমে দৌলতপুরের সর্বসাধারণের সাথে মতবিনিময় করেন কুষ্টিয়ার নবাগত জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন।

 দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা  মোঃ আব্দুল হাই সিদ্দিকীর সভাপতিত্বে ও দৌলতপুর উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ হোসেন আহমেদ স্বপন এর সঞ্চালনায়  সীমান্তবর্তী দৌলতপুর উপজেলার আইনশৃঙ্খলা, মাদকের ভয়াবহতা, শিক্ষা, স্বাস্থ্য, চিকিৎসা, চুরি,ডাকাতি, সন্ত্রাস , মব ও এর প্রতিকার নিয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুষ্টিয়ার নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু হাসনাত মোহাম্মদ আরেফীন, বিশেষ অতিথি থেকে বক্তব্য রাখেন দৌলতপুর উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব রেজা আহম্মেদ বাচ্চু মোল্লা, দৌলতপুর সেনাক্যাম্প ইনচার্জ ক্যাপ্টেন শাকিল আহমেদ, দৌলতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ বিল্লাল হোসেন,  জামায়াতে ইসলামী বাংলাদেশ দৌলতপুর উপজেলা আমীর  উপাধ্যক্ষ মোঃ বেলাল উদ্দীন, দৌলতপুর গার্লস কলেজের অধ্যক্ষ মোঃ রেজাউল করিম, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মাধ্যমিক শিক্ষক সমিতি সভাপতি মোঃএই যুবক বয়সটা বাপ্পা আমাদের সমাজে  ইয়াকুব আলী, মথুরাপুর মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মোঃ সানাউল্লাহ,

 গণমাধ্যম কর্মী দৈনিক দিনকাল প্রতিনিধি মোঃ সাইফুল ইসলাম  (শাহীন),  দৈনিক নয়াদিগন্ত পত্রিকার দৌলতপুর প্রতিনিধি ও দৌলতপুর কলেজের সহকারী অধ্যাপক মোঃ আহাদ আলী নয়ন, দৈনিক সমকাল প্রতিনিধি ও কল্যানপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আহমেদ রাজু, জয়যাত্রা টেলিভিশনের প্রতিনিধি আব্দুল আলীম সাচ্চু প্রমুখ।

উক্ত মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন, দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাঃ আরেফিন সিদ্দিকী সুলভ, দৌলতপুর থানার প্রতিনিধি, বিজিবি প্রতিনিধি,  দৌলতপুর উপজেলা এনসিপি প্রতিনিধি মোঃ আব্দুল হালিম টম মাষ্টার,বৈষম্য বিরোধী ছাত্র প্রতিনিধি মোঃ রাকিবুল ইসলাম রকি সহ দৌলতপুর উপজেলা প্রশাসনের সকল দপ্তরের কর্মকর্তাবৃন্দ, মুক্তিযোদ্ধা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান গন, রাজনীতিবিদ, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিগন উপস্থিত ছিলেন। এ মতবিনিময় সভায় দৌলতপুরের দুর্নীতিবাজ সাব রেজিস্টার মোঃ বোরহান উদ্দিনের অপসারণ সহ ব্যবস্থা গ্রহণ ও নতুন সাব নিয়োগ এবং দৌলতপুর উপজেলা পরিষদের দুর্নীতি বাজ সিএ মোঃওসমানআলীর

অন্যত্র বদলি সহ তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়। 

আপনার জেলার সংবাদ পড়তে