নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার মোগড়াপাড়া ইউনিয়নে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব আশরাফ উদ্দিন শুক্রবার (১২ সেপ্টেম্বর) বড় সাদিপুর কেন্দ্রীয় জামে মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় শেষে ব্যাপক গণসংযোগ করেন।
নামাজ শেষে স্থানীয় মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময় ও শুভেচ্ছা বিনিময়কালে তিনি বলেন, জনগণের দোয়া ও সমর্থনই তার মূল প্রেরণা। তিনি প্রতিশ্রুতি দিয়ে বলেন, নির্বাচিত হলে মোগড়াপাড়া ইউনিয়নের প্রতিটি গ্রামে সুষম উন্নয়ন নিশ্চিত করা হবে। সড়ক ও ড্রেনেজ ব্যবস্থার উন্নতি, শিক্ষা ও স্বাস্থ্য খাতে বিশেষ নজরদারি, কর্মসংস্থান সৃষ্টি এবং অসহায় মানুষের জন্য সহায়তা কার্যক্রম জোরদার করাই হবে আমার প্রধান লক্ষ্য।
গণসংযোগ চলাকালে স্থানীয়রা তাকে উষ্ণ অভ্যর্থনা জানায়। এ সময় অনেকে তার প্রতি আস্থা ও সমর্থন ব্যক্ত করেন। উপস্থিত এলাকার প্রবীণ মুরব্বি, ব্যবসায়ী ও যুবসমাজ তার উন্নয়নমুখী চিন্তা ও আন্তরিকতায় সন্তোষ প্রকাশ করেন।
আশরাফ উদ্দিন আরও বলেন, আমি সবসময় মানুষের সুখ-দুঃখের পাশে ছিলাম। ভবিষ্যতেও মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই। জনগণের দুঃখ-দুর্দশা লাঘব করে একটি আধুনিক ও উন্নত ইউনিয়ন গড়ে তোলা আমার স্বপ্ন।
তার এ গণসংযোগকে কেন্দ্র করে এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। স্থানীয়দের প্রত্যাশা, একজন পরোপকারী ও সৎ প্রার্থী হিসেবে তিনি আগামীতেও জনগণের আস্থা অর্জন করবেন।