গজারিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

এফএনএস (মোঃ আমিরুল ইসলাম নয়ন; গজারিয়া, মুন্সীগঞ্জ) : | প্রকাশ: ১২ সেপ্টেম্বর, ২০২৫, ০৬:৫২ পিএম
গজারিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

গজারিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বায়েজিদ(৮)এক নামে মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) গজারিয়া উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নের ছোট বসুরচর গ্রামে এই ঘটনা ঘটে। সে স্থানীয় নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসার ছাত্র।

মাদ্রাসার প্রিন্সিপাল মুফতি আবু হানিফ বলেন জুম্মার নামাজের পর শিশুটিকে খুঁজে  পাওয়া যাচ্ছিল না পরে দেখা যায় মাদ্রাসার দোতালায় ছাদে শিশুটি হাতে বিদ্যুতের তার লাগানো অবস্থায় পড়ে আছে উদ্ধার করে গজারিয়া স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে দায়িত্ব থাকা  ডাক্তার কামরুল নাহার শিশুটিকে  মৃত ঘোষণা করেন।  সে গুয়াগাছিয়া ইউনিয়ন এর ভাষারচর গ্রামের বিল্লাল হোসেন এর ছেলে।

এ বিষয়ে গজারিয়া থানার অফিসার ইনচার্জ আনারুল আলম আজাদ বলেন শিশুটির বাবার একটি অপমৃত্য মামলা করে লাশ বাড়িতে নিয়ে যাবে।

আপনার জেলার সংবাদ পড়তে