সাতক্ষীরায় ২৪ ঘন্টায় পুলিশের অভিযানে মাদক মামলায় ৬জনসহ ১৯জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের এই সংখ্যা চলতি ডিসেম্বর মাসের মধ্যে সর্বোচ্চ। এসময় ১০ বোতল ফেন্সিডিল, ৫৫ পিস ইয়াবা ও ৩৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। জেলা পুলিশের নিয়মিত প্রেসবিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে। জেলা পুলিশের প্রেসবিজ্ঞপ্তির তথ্যানুযায়ী সাতক্ষীরা সদর থানা পুলিশের অভিযানে ১০ বোতল ফেন্সিডিল, ৫৫ পিস ইয়াবা ও ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় ৩টি মামলায় ৫ জনসহ মোট ১০জনকে আটক করা হয়। শ্যামনগর থানা পুলিশের অভিযানে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় দায়েরকৃত একটি মামলায় ১জনসহ ৪জনকে আটক করা হয়। এছাড়া কলারোয়া থানায় ১জন, কালিগঞ্জে ২জন, দেবহাটায় ১জন এবং পাটকেলঘাটায় ১জনকে আটক করা হয়।