সাতক্ষীরা জেলা পুলিশের অভিযানে ১৯জন গ্রেপ্তার

এফএনএস (এস.এম. শহিদুল ইসলাম; সাতক্ষীরা) :
| আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম | প্রকাশ: ২৫ ডিসেম্বর, ২০২৪, ০৬:১৮ এএম
সাতক্ষীরা জেলা পুলিশের অভিযানে ১৯জন গ্রেপ্তার

সাতক্ষীরায় ২৪ ঘন্টায় পুলিশের অভিযানে মাদক মামলায় ৬জনসহ ১৯জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের এই সংখ্যা চলতি ডিসেম্বর মাসের মধ্যে সর্বোচ্চ। এসময় ১০ বোতল ফেন্সিডিল, ৫৫ পিস ইয়াবা ও ৩৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। জেলা পুলিশের নিয়মিত প্রেসবিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।  জেলা পুলিশের প্রেসবিজ্ঞপ্তির তথ্যানুযায়ী সাতক্ষীরা সদর থানা পুলিশের অভিযানে ১০ বোতল ফেন্সিডিল, ৫৫ পিস ইয়াবা ও ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় ৩টি মামলায় ৫ জনসহ মোট ১০জনকে আটক করা হয়। শ্যামনগর থানা পুলিশের অভিযানে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় দায়েরকৃত একটি মামলায় ১জনসহ ৪জনকে আটক করা হয়। এছাড়া কলারোয়া থানায় ১জন, কালিগঞ্জে ২জন, দেবহাটায় ১জন এবং পাটকেলঘাটায় ১জনকে আটক করা হয়। 

আপনার জেলার সংবাদ পড়তে