জাকসু নির্বাচনে ফলাফল বিলম্বে রাজধানীতে শিবিরের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ১৩ সেপ্টেম্বর, ২০২৫, ০১:৩৩ এএম
জাকসু নির্বাচনে ফলাফল বিলম্বে রাজধানীতে শিবিরের বিক্ষোভ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে অনিয়ম ও ফলাফল প্রকাশে বিলম্বের প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাতে ঢাকা মহানগর পূর্ব শাখার উদ্যোগে বায়তুল মোকাররম উত্তর গেট থেকে মিছিলটি শুরু হয়ে জাতীয় প্রেসক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সিবগাতুল্লাহ। তিনি বলেন, ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত ডাকসু নির্বাচনের মাধ্যমে শিক্ষার্থীরা গণতান্ত্রিক ধারায় প্রবেশ করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জুলাই গণঅভ্যুত্থানে ভূমিকা রাখা এবং তাদের জন্য কাজ করা প্রতিনিধিদের নির্বাচিত করেছে। আমরা আশা করেছিলাম জাকসুতেও অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে। কিন্তু প্রশাসন টালবাহানা করছে, আর ছাত্রদল বহিরাগতদের নিয়ে মিছিল-সমাবেশ করছে।

তিনি অভিযোগ করে বলেন, লন্ডনের প্রেসক্রিপশনে বিএনপিপন্থী কিছু শিক্ষক নির্বাচন প্রক্রিয়া থেকে সরে দাঁড়িয়েছেন, যা শিক্ষার্থীদের প্রত্যাশার সঙ্গে সাংঘর্ষিক। জুলাইয়ের আন্দোলনে শিক্ষকদের বিরাট ভূমিকা ছিল, তাই তাদের গণতান্ত্রিক দায়িত্ব পালনের আহ্বান জানাচ্ছি। সিবগাতুল্লাহ আরও দাবি করেন, প্রায় আট হাজার শিক্ষার্থীর ভোটকে কেন্দ্র করে দেশ থেকে লন্ডন পর্যন্ত ষড়যন্ত্র চলছে। কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এমন একটি প্রতিষ্ঠান, যেখানে শিক্ষার্থীরা অতীতে অপশক্তি ও ফ্যাসিবাদকে প্রতিহত করেছে।

তিনি সতর্ক করে বলেন, পার্শ্ববর্তী রাষ্ট্রের প্রেসক্রিপশনে বাংলাদেশ আর চলবে না। ডাকসুতে ছাত্রশিবিরের বিজয় শিক্ষার্থীদের বিজয়, তাই জাকসুর ফলাফল বিলম্বিত করে শিক্ষার্থীদের অনিশ্চয়তায় রাখা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। অবিলম্বে ফলাফল প্রকাশের দাবি জানিয়ে তিনি বলেন, অন্যথায় শিক্ষার্থীরা তাদের অধিকার আদায়ে আরও শক্তিশালী আন্দোলন গড়ে তুলবে।

সমাবেশে আরও বক্তব্য দেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ, আন্তর্জাতিক সম্পাদক মু’তাসিম বিল্লাহ শাহেদী ও ছাত্র অধিকার সম্পাদক আমিরুল ইসলাম। এ ছাড়া উপস্থিত ছিলেন কেন্দ্রীয় দাওয়াহ সম্পাদক মোজাফফর হোসেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সভাপতি রিয়াজুল ইসলাম ও মহানগর পূর্ব শাখার সেক্রেটারি মুহিব্বুল্লাহ হুসাইনীসহ বিভিন্ন পর্যায়ের নেতা।

আপনার জেলার সংবাদ পড়তে