রাজশাহীর পুঠিয়া পৌরসভায় শুরু হয়েছে সপ্তাহব্যাপী মশক নিধন ও বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম।
বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে এই কার্যক্রমের উদ্বোধন করেন ভারপ্রাপ্ত ইউএনও ও পৌর প্রশাসক শিবু দাস সুমিত।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পৌরসভার সহকারী প্রকৌশলী শহিদুল ইসলাম, প্রশাসনিক কর্মকর্তা আব্দুল কাসেম ফজলুল হক, হিসাবরক্ষণ কর্মকর্তা মাসুদ রানা, উদ্যোক্তা সোহেল রানা এবং অন্যান্য পৌর কর্মকর্তা-কর্মচারীরা।
ডেঙ্গু, চিকুনগুনিয়া ও ম্যালেরিয়ার মতো মশাবাহিত রোগ প্রতিরোধে এই কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। সপ্তাহজুড়ে প্রতিদিন পর্যায়ক্রমে পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে ফগার মেশিনের মাধ্যমে ওষুধ ছিটানো হবে। পাশাপাশি নালা-নর্দমা, ড্রেন এবং আবাসিক এলাকায় চলবে পরিচ্ছন্নতা কার্যক্রম।
এসময় পৌর প্রশাসক শিবু দাস সুমিত বলেন, “মশাবাহিত রোগ প্রতিরোধে শুধু পৌরসভার উদ্যোগ যথেষ্ট নয়। সকলকে নিজ নিজ বাড়ির আশপাশ পরিষ্কার রাখতে হবে, জমে থাকা পানি অপসারণ করতে হবে এবং পৌরসভার কার্যক্রমে সহযোগিতা করতে হবে।”
তিনি আরও বলেন, “মশামুক্ত শহর গড়তে হলে সবাইকে সচেতন ও অংশগ্রহণমূলক ভূমিকা রাখতে হবে। স্বাস্থ্যকর ও নিরাপদ নগর গড়তে আমাদের একসাথে কাজ করতে হবে।”
মশা নিয়ন্ত্রণে নিয়মিতভাবে এই ধরনের কার্যক্রম চলমান থাকবে।