সাতকানিয়ায় ইয়াবাসহ মাদক কারবারী আটক

এফএনএস (মোহাম্মদ বেলাল হোছাইন; সাতকানিয়া, চট্টগ্রাম) :
| আপডেট: ১৩ সেপ্টেম্বর, ২০২৫, ০১:০০ পিএম | প্রকাশ: ১৩ সেপ্টেম্বর, ২০২৫, ০১:০০ পিএম
সাতকানিয়ায় ইয়াবাসহ মাদক কারবারী আটক

সাতকানিয়ায় ২৯৫ পিস ইয়াবাসহ এক মাদক কারবারী যৌথ বাহিনীর অভিযানে আটক হয়েছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) ভোরে সাতকানিয়া উপজেলার আর্মি ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মোঃ শামীম পারভেজের নেতৃত্বে একটি টহল দল উপজেলার বাজালিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বড় দুয়ারা এলাকা হতে মাদক কারবারী আরমান (২৭) কে ২৯৫ পিস ইয়াবাসহ আটক করে। সে একই এলাকার মুবিন আলমের পুত্র।

ক্যাপ্টেন মোঃ শামীম পারভেজ জানান, "বর্তমানে মাদক বিরোধী চোরা- কারবার প্রতিরোধে সাতকানিয়া আর্মি ক্যাম্প কর্তৃক প্রতি রাত্রে একবার চট্টগ্রাম - কক্সবাজার হাইওয়ে রোডে ভ্রাম্যমান অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। মাদক কারবার ও চোরা চালান প্রতিরোধে আর্মি ক্যাম্প সদা তৎপর রয়েছে।"

আপনার জেলার সংবাদ পড়তে