কিশোরগঞ্জের কুলিয়ারচর পৌর শহরের আলী আকবরী গ্রামে ৮ নং ওয়ার্ডের বিদেশ রত মাসুদ মিয়ার পুত্র দুই সন্তানের জনক আমিনুল ইসলাম জয় (২৫) আজ দুপুরে নিজের বিল্ডিং এর সামনের রুমে ফাসিতে ঝুলে আত্মহত্যা করেছে। এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানাগেছে মাসুদ মিয়া গত ২০ বছর ধরে প্রবাস জীবন করছেন। এই পর্যন্ত তার ছেলে জয়ের কোনো আশা পূরণের ইচ্ছা বাকি রাখেন নি। গত কিছু দিন আগে জয় সাড়ে সাত লক্ষ টাকা দিয়ে একটি মটর সাইকেল ক্রয় করেন। সেই মটর সাইকেলটি কেউ ও জয় আড়াই লক্ষ টাকা অন্যের কাছে বিক্রি করে দেয়। পরে তার মায়ের কাছে আরেকটি মটর সাইকেল কেনার জন্য দেড় লক্ষ টাকা চায়। কিন্তু তার মা পুত্রের ইচ্ছা পূরণের জন্য টাকা গুলো একত্র করতে একদিন দেরি হওয়াতে সে রেগে যায়। পরে সে হঠাৎ করে আজ ফাসিতে ঝুলে আত্মহত্যা করেছে বলে এলাকাবাসী সূত্রে জানা গেছে। তার লাশ ময়না তদন্তের জন্য আজ বিকেলে কিশোরগঞ্জ মর্গে পাঠানো হয়েছে বলে থানা পুলিশ সূত্রে জানা গেছে।