আলহাজ্ব মোশাররফ হোসেন মঙ্গ

তারুণ্যের প্রথম ভোট, ধানের শীষের পক্ষে হোক

এফএনএস (মোঃ আরিফুল হক তারেক; মুলাদী, বরিশাল) : | প্রকাশ: ১৩ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:৩৫ পিএম
তারুণ্যের প্রথম ভোট, ধানের শীষের পক্ষে হোক

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মোশাররফ হোসেন মঙ্গু বলেছেন, তারুণ্যের প্রথম ভোট, ধানের শীষের পক্ষে হোক। তিনি শনিবার বেলা ১১টায় উপজেলা বিএনপির কার্যালয়ে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। চারবার নির্বাচিত সাবেক সংসদ সদস্য মোশাররফ হোসেন মঙ্গু আরও বলেন, ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে নেতাকর্মীদের ঐক্যের কোনো বিকল্প নেই। এছাড়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১দফা জনগণের কাছে পৌছে দিয়ে তাদের আস্থ্যা অর্জন করতে হবে। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, মুলাদী পৌর বিএনপির আহ্বায়ক এনামুল হক ইনু। এতে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা বিএনপির সদস্য সচিব কাজী কামাল হোসেন, ড্যাবের উত্তর আধুনিক মেডিকেল কলেজ শাখার সভাপতি ও জিয়াউর রহমান ফাউণ্ডেশনের সদস্য প্রফেসর ডা. জাহানারা লাইজু, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন-আহবায়ক অধ্যক্ষ আবিদুর রহমান হুমায়ুন, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট তরিকুল ইসলাম দিপু মোল্লা, শায়লা শারমিন মিম্মু, মশিউর রহমান মাসুদ, পৌর বিএনপির সদস্য সচিব মিজানুর রহমান হাওলাদার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান সাবু, যুগ্ম আহ্বায়ক আনিসুর রহমান আলাল, অধ্যক্ষ ইফতেখার আলম লিটন, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক আল মামুন, উপজেলা মহিলা দল সভাপতি ইসরাত জাহান লিলি, উপজলা যুবদলের সাবেক আহবায়ক দেলোয়ার হোসেন পাটোয়ারি, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন দুলাল মাঝি, উপজেলা কৃষকদল সভাপতি সালাম কবির হাওলাদার (ভিপি সালাম), পৌরসভা যুবদলের আহবায়ক রফিকুল ইসলাম ঢালী, উপজেলা যুবদলের সদস্য সচিব আরিফুর রহমান টিটু, সিনিয়র যুগ্ন-আহবায়ক নুরুল ইসলাম মৃধা, উপজেলা স্বেচ্ছাসেবকদল সদস্য সচিব আবু জাহিদ মোল্লা, পৌরসভা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইউনুস হাওলাদার, পৌরসভা শ্রমিক দল সভাপতি মফিজুর রহমান শরীফ, সাধারণ সম্পাদক মাসুদ খান রিকু, উপজেলা ছাত্রদল সভাপতি মহিউদ্দিন ঢালী, সদস্য সচিব জুলফিকার আহমেদ বেল্লাল সরদার, পৌরসভা ছাত্রদলের আহবায়ক মোঃ সোহানুর রহমান সোহান, যুগ্ন-আহবায়ক ইসমাইল সরদার, কলেজ ছাত্রদলের সাবেক আহবায়ক ইলিয়াস খান, বরিশাল সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ন-আহবায়ক মোঃ সজিব বেপারীসহ ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির নেতাকর্মীরা। 

সভায় ড্যাব নেতা ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের সদস্য প্রফেসর ডা. জাহানার লাইজু বলেন, বিগত ১৭ বছর ধরে বিএনপির নেতাকর্মীরা অনেক আন্দোলন সংগ্রাম ও ত্যাগ স্বীকার করেছেন। দলীয় নেতাকর্মীদের উপর এত নির্যাতন-নিপিড়ন হয়েছে, যে দলের নেতাকর্মীরা ঘরেও ঘুমাতে পারেননি, মায়ের হাতের রান্না খেতে পারেননি, বাবা-মায়ের জানাজায় অংশ গ্রহন করতে পারেননি, মাসের পর মাস কারাবরণ করেছেন। দলীয় নেতাকর্মীদের এত ত্যাগের বিনিময়ে ফ্যাসিবাদের পতন হয়েছে এবং মানুষ স্বস্তিতে নিঃশ্বাস নিতে পারছেন। সাধারণ মানুষের ঐক্য ধরে রেখে ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে হবে এবং জনগণের কল্যাণে কাজ করে একটি আদর্শ রাষ্ট্র গঠনে নেতাকর্মীদের সর্বাত্মক সহযোগিতা থাকতে হবে। 

আপনার জেলার সংবাদ পড়তে