নাটোরের সিংড়ায় ফুটবল টুর্ণামেন্ট এর শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকেল সাড়ে টায় ৪ টায় উপজেলার ইন্দ্রাসন সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই খেলার আয়োজন করেন স্থানীয় যুব সমাজ। অনুষ্ঠিত ১৬ টিমের ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম। ফুটবল টুর্ণামেন্টের উপদেষ্টা মন্ডলীর সদস্য আবু তাহের টগর এর সভাপতিত্বে ও ফুটবল টুর্ণামেন্টের সভাপতি এম এ করিম এর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শাহাদত হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুল্লাহ আল কাফি, চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, ইন্দ্রাসন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম প্রমূখ।
উদ্বোধনী ৯০ মিনিটের খেলা শেষে চৌগ্রাম ও মাগুড়া একাদশ ১-১ গোলে সমতা অর্জন করে। পরে পাঁচটি করে টাইবেকারে খেলায় চৌগ্রাম একাদশ কে ৪-৩ গোলে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে উত্তীর্ণ হয় মাগুড়া একাদশ। এই খেলাধুলাকে কেন্দ্র করে এলাকায় আনন্দ মূখর পরিবেশের সৃষ্টি হয়। যুব সমাজকে গ্রামীণ খেলাধুলায় ফিরিয়ে আনতে ও মাদক মুক্ত সমাজ গঠনে এই খেলার আয়োজন করা হয়েছে বলে জানান ফুটবল টুর্ণামেন্টের আয়োজকবৃন্দ।