ট্রাক ও অটোরিকশা মুখোমুখি সংঘষে নিহত ১

এফএনএস (রফিকুল ইসলাম খান; গফরগাঁও, ময়মনসিংহ) :
| আপডেট: ১৪ ফেব্রুয়ারী, ২০২৫, ০৫:০৪ পিএম | প্রকাশ: ২৫ ডিসেম্বর, ২০২৪, ১১:৪৪ পিএম
ট্রাক ও অটোরিকশা মুখোমুখি সংঘষে নিহত ১

ময়মনসিংহের গফরগাঁওয়ে ড্রাম ট্রাক ও অটো রিকশার মুখোমুখি সংঘর্ষে একজন মহিলা ঘটনাস্থলে নিহত এবং আহত হয়েছেন অপর ৩ জন। বুধবার (২৫ ডিসেম্বর) রাত ৮ টায় গফরগাঁও এশিয়ান হাইওয়ে বাইপাস মোড় সড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। 

নিহত মহিলা ফাতেমা খাতুন (৫২)গফরগাঁও উপজেলার যশরা ইউনিয়নের বখুরা গ্রামের মৃত আব্দুল কাদিরের স্ত্রী। আহতরা হলেন- সেলিনা আক্তার (৫০),  টুনি আক্তার (১৭) ও চালক নয়ন মিয়া (৪৫)। নিহত ও আহতরা হলেন একই পরিবারের।

গুরুতর আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাত সাড়ে ৭টার দিকে ফাতেমা খাতুনসহ পরিবারের অন্যরা গফরগাঁও বাজার থেকে অটো রিকশাযোগে বাড়ি উদ্দেশ্যে রওনা দেয়। পরে এশিয়ান হাইওয়ে বাইপাস মোড় এলাকায় পৌছলে বিপরীত দিক থেকে আসা ড্রাম ট্রাকের সাথে অটো রিকশার মুখোমুখি সংঘর্ষ হয়।

আপনার জেলার সংবাদ পড়তে