মেহেরপুরের গাংনীতে বোমা সদৃশ্য বস্তু উদ্ধার

এফএনএস (ফারুক আহমেদ; মেহেরপুর) :
| আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম | প্রকাশ: ২৫ ডিসেম্বর, ২০২৪, ১১:৫২ পিএম
মেহেরপুরের গাংনীতে বোমা সদৃশ্য বস্তু উদ্ধার

মেহেরপুরের গাংনীতে দুইটি বোমা সাদৃশ্য বস্ত উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার তেঁতুলবাড়িয়া দয়েরপাড়া গ্রামের আশরাফুলের ছেলে রতন আলীর মুদি দোকানের সামনে থেকে দুটি বোমা সদৃশ্যবস্থা উদ্ধার করা হয়। রতন আলীর বাবা আশরাফুল ইসলাম জানান,ফজরের নামাজ শেষ করে দোকান খুলতে গেলে দোকানের দরজার সাথে একটি মশারির ব্যাগের মধ্যে দুটি বোমা সাদৃশ্য বস্তু দেখে পুলিশকে খবর দিলে পুলিশ এসে উদ্ধার করে।

গাংনী থানার অফিসার ইনচার্জ বানী ইসরাইল জানান,মুদি দোকানের সামনে দুটি বোমা সাদৃশ্য বস্তু রাখা হয়েছে সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। বোমা সদৃশ্য বস্তু উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে ভয় ভীতি দেখানোর উদ্দেশ্যে দুর্বৃত্তরা বোমা সাদৃশ্য বস্তুটি রেখে যেতে পারে। তবে ঘটনার সাথে জড়িতদের সনাক্তের চেষ্টা চলছে।


আপনার জেলার সংবাদ পড়তে