যশোরের চৌগাছায় মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ৯ আগষ্ট থেকে শুরু হয়ে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত উপজেলার ১১ টি ইউনিয়ন ও একটি পৌরসভায় এই ক্যাম্প অনুষ্ঠিত হয়। এসব ক্যাম্পে উপজেলার প্রায় ২০ হাজার রোগীরা সেবা নিয়েছেন বলে জানান আয়োজকরা।
জুলাই শহীদ জাবির আল-অমিন স্মৃতি সংসদের উদ্যোগে আদ্ব-দ্বীন সকিনা মেডিকেল কলেজের সহযোগিতায় এই ক্যাম্প পরিচালনা করা হয়। মেডিকেল ক্যাম্পের সার্বিক তত্ত্বাবধায়নে ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত চৌগাছা-ঝিকরগাছা আসনের এমপি প্রার্থী ডা. মোসলেহ উদ্দিন ফরিদ।
১৩ সেপ্টেম্বর শনিবার উপজেলার সর্বশেষ ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয় ১০ নং স্বরুপদাহ ইউনিয়নে। এই ক্যাম্পে প্রায় ২ হাজার রোগী সেবা নিয়েছেন।
উপজেলায় মোট ১১ টি ক্যাম্পে ২০ হাজারেরও বেশি রোগী সেবা নিয়েছেন বলে জানিয়েয়েছেন জাবির আল-আমিন স্মৃতি সংসদের উপদেষ্টা পরিষদের সদস্য ও উপজেলা জামায়াতের আমির মাও. গোলাম মোরশেদ।
আদ্ব-দ্বীন সকিনা মেডিকেল কলেজের প্রভাষক গরিবের বন্ধু খ্যাত ডাঃ ইমদাদুল হকের নেতৃত্বে ২৯ জনের মেডিকেল টিম মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের সেবা কার্যক্রমে অংশ নেন।
মেডিকেল ক্যাম্পে মেডিসিন, চক্ষু, গাইনি, শিশু ও ডেন্টাল রোগীদের সেবা প্রদান করা হয়। ক্যাম্পে সেবা নিতে আসা রোগীদের বিনা মূল্যে ঔষধ প্রদান করা হয়। উপজেলার ১১ টি ক্যাম্পে প্রায় ৬’শ ছানি পড়া চক্ষু রোগী বাছায় করে সম্পূর্ণ বিনামূল্যে অপারেশনের ব্যবস্থা করা হয়েছে।
মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আদ্ব-দ্বীন সকিনা মেডিকেল কলেজের চেয়ারম্যান ডাঃ মহিউদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপিস্থিত ছিলেন ডাঃ মোসলেহ উদ্দিন ফরিদ, ডাঃ ইমদাদুল হক, মাও. গোলাম মোরশেদ. মাষ্টার কামাল আহমেদ, গিয়াস উদ্দীন প্রমুখ।
সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি বলেন, মানুষের সেবা দেওয়ার জন্য কোনো রাজনৈতিক পরিচয়ের প্রয়োজন নেই। সেবা প্রাপ্তি সব মানুষের অধিকার। সকল ধর্ম-বর্ণ, শ্রেনি-পেশার নারী-পুরুষ সেবা পাবার অধিকার রাখেন। এই উপজেলার মানুষের সহযোগীতা পেলে পর্যায়ক্রমে উপজেলার সকল স্কুল কলেজে এই ক্যাম্পিং করা হবে। সেখানে শিক্ষার্থীর চোখ ও স্বাস্থ্যের পরীক্ষা করে চিকিৎস্যা দেওয়ার আশা ব্যাক্ত করেন।