ভাইয়ের বিরুদ্ধে বোন কে হত্যার অভিযোগ

এফএনএস (ফারুক আহমেদ; মেহেরপুর) :
| আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম | প্রকাশ: ২৬ ডিসেম্বর, ২০২৪, ১২:০৪ এএম
ভাইয়ের বিরুদ্ধে বোন কে হত্যার অভিযোগ

মেহেরপুরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে আপন ভাইয়ে বিরুদ্ধে বোন তসলিমা খাতুন(৫০) কে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

আজ বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকালে মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়নের চাঁদবীল গ্রামের গোরস্থানের পাশের একটি ডোবা থেকে তসলিমা খাতুনের ক্ষত-বিক্ষত মরদেহ উদ্ধার করেছে সদর থানা পুলিশ। 

নিহত তসলিমা খাতুন চুয়াডাঙ্গা পৌর এলাকার ৫ নং ওয়ার্ড বাগানপাড়া এলাকার আব্দুল হান্নানের স্ত্রী। সে তার বাবার বাড়ি চাঁদবীলে বসবাস করতেন।

নিহত তসলিমার স্বামী আব্দুল হান্নান অভিযোগ করেন, পিতা মাতার সম্পত্তির ১২ বিঘা জমির মধ্যে সাড়ে ১০ কাঠা জমি মুখে মুখে দিলেও রেজিস্ট্রি করে দেইনি। বাকি জমির ভাগ চাওয়ায় 

তসলিমার ভাই আব্দুল বারেক, মন্টু আলী, লাল্টু হোসেন, আব্দুল হক, কান্টু হোসেন মিলে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে।

প্রতিবেশী আলেয়া খাতুন জানান, তসলিমা খাতুনের স্বামীর বাড়ি চুয়াডাঙ্গায় হলেও ৩/৪ বছর আগে তারা বাবা মৃতু বরকত আলীর জমিতে চাঁদবীলে চলে এসেছে। এখানেই বসবাস করছেন।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন জানান, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে নেয়া হয়েছে।

জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ভাইদের হাতে তিনি নিহত হয়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বিষয়টি নিয়ে পুলিশ ইতোমধ্যে কাজ শুরু করেছেন। ধারণা করা হচ্ছে অল্প সময়ের মধ্যেই হত্যাকান্ডের মুল রহস্য উন্মেচিত হবে।

এদিকে তসলিমা খাতুনের ক্ষত-বিক্ষত মরদেহ উদ্ধারের পরপরই তার ভাইদের পরিবারের সবাই পলাতক রয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে