ডাকসুর প্রথম সভায় সিনেট সদস্য নির্ধারণ, নতুন নেতৃত্বের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ১৪ সেপ্টেম্বর, ২০২৫, ১২:২৭ পিএম
ডাকসুর প্রথম সভায় সিনেট সদস্য নির্ধারণ, নতুন নেতৃত্বের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নতুন কমিটি প্রথমবারের মতো বৈঠকে বসেছে। রোববার (১৪ সেপ্টেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়সংলগ্ন লাউঞ্জে অনুষ্ঠিত এই সভায় নির্বাচিত প্রতিনিধিদের মধ্য থেকে ৫ জনকে বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য হিসেবে মনোনীত করা হয়।

সিনেট সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন ভাইস প্রেসিডেন্ট (ভিপি) সাদিক কায়েম, জেনারেল সেক্রেটারি (জিএস) এস এম ফরহাদ, অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি (এজিএস) মহিউদ্দীন খান, সদস্য সাবিকুন্নাহার তামান্না এবং পরিবহন সম্পাদক আসিফ আবদুল্লাহ। সভার সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান।

সভা শেষে জিএস এস এম ফরহাদ সাংবাদিকদের বলেন, “আমরা শিক্ষার্থীদের প্রতিনিধি হয়ে কাজ করতে চাই। শিক্ষার্থীদের প্রত্যাশা পূরণে পরিকল্পনা তৈরি করে খুব শিগগিরই কাজে নামব। আজকের সভায় সিনেটে পাঁচ প্রতিনিধি পাঠানোর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এ সিদ্ধান্ত গেজেট আকারে প্রকাশ করা হবে।”

ভিপি সাদিক কায়েম বলেন, “এই সভার মধ্য দিয়েই আমাদের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হলো। আমরা প্রতিশ্রুতিবদ্ধ, শিক্ষার্থীদের প্রতিটি সমস্যার মুখোমুখি হবো। নির্বাচনে কেউ হারেনি, সবাই মিলে কাজ করব।” তিনি আরও জানান, সাবেকদের কাছ থেকে পরামর্শ নেওয়া হয়েছে এবং শিগগিরই শিক্ষার্থীদের মতামত সংগ্রহ করে পূর্ণাঙ্গ পরিকল্পনা প্রকাশ করা হবে।

সভায় উপাচার্যসহ ডাকসুর সভাপতি নির্বাচিত প্রতিনিধিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান। প্রতিনিধিরাও পাল্টা শুভেচ্ছা জানানোর পাশাপাশি ডাকসুর কার্যক্রম নিয়ে প্রাথমিক দিকনির্দেশনা ও মূলনীতি নিয়ে আলোচনা করেন।

এর আগে শনিবার (১৩ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ বলেন, ডাকসুর শপথ গ্রহণের বিষয়ে সরাসরি আইনগত বাধ্যবাধকতা না থাকলেও রেওয়াজ অনুযায়ী বিষয়টি নিয়ে উপাচার্য ও প্রতিনিধিরা সিদ্ধান্ত নেবেন।

প্রসঙ্গত, সর্বশেষ ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ২০১৯ সালের ১১ মার্চ। সে নির্বাচনে বিজয়ীরা দায়িত্ব গ্রহণ করেছিলেন ২৩ মার্চ। দীর্ঘ পাঁচ বছর পর এবার নতুন নির্বাচনের মধ্য দিয়ে গঠিত হলো ডাকসু, যেখানে ইসলামী ছাত্রশিবির-সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট ২৮টির মধ্যে ২৩টি পদে জয়ী হয়েছে। বাকি পাঁচটির মধ্যে চারটিতে স্বতন্ত্র প্রার্থী এবং একটিতে জয় পেয়েছে বামপন্থী শিক্ষার্থীদের প্যানেল ‘প্রতিরোধ পর্ষদ’। এবারের কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম জাহাঙ্গীর আলম চৌধুরী।

আপনার জেলার সংবাদ পড়তে