সুরমা তীরের পার্ক দখল করেছে ট্রাক চালকরা

এফএনএস (এইচ এম শহীদুল ইসলাম; সিলেট) : | প্রকাশ: ১৪ সেপ্টেম্বর, ২০২৫, ০৩:৩২ পিএম
সুরমা তীরের পার্ক দখল করেছে ট্রাক চালকরা

সিলেট নগরীর সুরমা নদীর তীরে সার্কিট হাউজের সামনে নির্মিত দৃষ্টিনন্দন পার্কটি বর্তমানে ট্রাক চালকদের দখলে। জনসাধারণের বিনোদনের জন্য তৈরি এই পার্কে প্রতিদিনই পরিবার-পরিজন নিয়ে ভিড় করতেন দর্শনার্থীরা। কিন্তু দীর্ঘদিন ধরে ট্রাক চালকরা পার্কের ভেতর ও আশপাশে গাড়ি পার্কিং করার কারণে সেই সৌন্দর্য ও বিনোদনমুখর পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে।

স্থানীয়রা জানান, নদীর তীরে সবুজ ঘেরা এই পার্কটি একসময় নগরবাসীর অবসর কাটানোর অন্যতম স্থান ছিল। সন্ধ্যায় হাঁটাহাঁটি, শিশুদের খেলাধুলা, কিংবা তরুণ-তরুণীদের আড্ডায় মুখরিত থাকত পুরো এলাকা। কিন্তু বর্তমানে সেখানে সারি সারি ট্রাক দাঁড়িয়ে থাকে। এতে শুধু পার্কের সৌন্দর্য নষ্ট হচ্ছে না, বরং সাধারণ মানুষ প্রবেশ করতে অস্বস্তি বোধ করছেন। পরিবার নিয়ে যারা আসেন, তারা অনেক সময় ট্রাক চালকদের আনাগোনায় বিব্রতকর পরিস্থিতিতে পড়েন।

এ বিষয়ে এক দর্শনার্থী ক্ষোভ প্রকাশ করে বলেন, “এই পার্কটি আমাদের বিনোদনের জায়গা ছিল। এখন এখানে ট্রাকের সারি। পরিবার নিয়ে আসতে আর মন চায় না।”

বিশেষজ্ঞরা মনে করেন, নগরীতে খোলা জায়গার সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। এর মধ্যে পার্কগুলো যদি এভাবে দখল হয়ে যায়, তবে নগরবাসীর বিনোদনের স্থান বিলীন হয়ে যাবে।

সিলেট সিটি করপোরেশন কর্তৃপক্ষ জানিয়েছে, বিষয়টি তাদের নজরে এসেছে। শিগগিরই পার্ক থেকে ট্রাক সরিয়ে নিয়ে জনসাধারণের জন্য উন্মুক্ত করার ব্যবস্থা নেওয়া হবে।

সাধারণ মানুষের দাবি, দ্রুত পদক্ষেপ নিয়ে পার্কটির আগের সৌন্দর্য ফিরিয়ে আনা হোক। নগরবাসীর অবসর যাপনের এই গুরুত্বপূর্ণ স্থান যেন আবারও সবার জন্য উন্মুক্ত হয়।

আপনার জেলার সংবাদ পড়তে