১৪৪ ধারা জারি, গাছ কর্তনে পুলিশি বাধা

পীরগঞ্জে সড়কের গাছ নিলাম নিয়ে আদালতে মামলা

এফএনএস (শাহ কামাল ফারুক লাবু; পীরগাছা, রংপুর) : | প্রকাশ: ১৪ সেপ্টেম্বর, ২০২৫, ০৪:৩৩ পিএম
পীরগঞ্জে সড়কের গাছ নিলাম নিয়ে আদালতে মামলা

রংপুরের পীরগঞ্জে একটি সড়কের গাছ নিলাম সম্পন্নের পর আদালতে মামলার ঘটনা ঘটেছে। আদালত থেকে ১৪৪ ধারা জারি করা হলে পুলিশ ওই সড়কের গাছ কর্তনে বাধা প্রদান করে। শনিবার উপজেলার ভেন্ডাবাড়ি ইউনিয়নের জোতবাদ গ্রামে এ ঘটনা ঘটে।

জোতবাদ পশ্চিমপাড়া হতে ভীমশহর সোনডুবরী পর্যন্ত ও জোতবাদ দক্ষিণপাড়া হতে মির্জাপুর আজগার আলীর বাড়ি পর্যন্ত ৪২৮টি ইউক্যালিপটাস গাছ নিলামে উপজেলা বন বীট কর্মকর্তা আবুল কালাম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা বেগমের স্বাক্ষরে গত ২৬ আগষ্ট নিলাম বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। ৩ সেপ্টেম্বর ভেন্ডাবাড়ি ইউনিয়ন পরিষদ কার্যালয়ে নিলামডাক সম্পন্ন হয়। এতে সিস্টেম করে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচীব আনোয়ার হোসেন রতন সর্বোচ্চ দরদাতা হিসেবে কার্যাদেশ প্রাপ্ত হয়। ওই ঘটনায় ভেন্ডাবাড়ি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি তৌহিদুল ইসলাম অতিরিক্ত জেলা ম্যাজিট্রেট আদালতে সরকারি ও জনসাধারনের অর্থ সম্পদ আত্মসাৎ করার অভিযোগ করে ১৪৪/১৪৫ ধারা মামলা রুজু করেন। মামলা সুত্রে জানা গেছে, বাদী তৌহিদুল ইসলাম কার্যাদেশ প্রাপ্ত আনোয়ারের বিরুদ্ধে দরপত্রদাতাদের হুমকি ধমকির মাধ্যমে নিলাম সম্পন্নের অভিযোগ আনেন। এ কাজে সহযোগিতা কারার দায়ে উপজেলা নির্বাহী কার্যালয়ের দুর্নীতি পরায়ন অফিস সহকারী মনোরঞ্জন ও গোলাম মোস্তফাকেও বিবাদি করা হয়। এছাড়াও ওই সড়কের ৪২৮টি গাছের মুল্য তিনি ১৪ লাখ দিতে রাজি থাকলেও মাত্র ৬ লাখ ৮৪ হাজারে নিলাম সম্পন্ন হয়। উল্লেখ্য, জোতবাদ বৈশাখি ক্লাব কর্তৃক সামাজিক বনায়নের অংশ হিসেবে গাছগুলো বর্ণিত সড়কে রোপন করেছিল।

আপনার জেলার সংবাদ পড়তে