দিনাজপুরের ঘোড়াঘাটে গরুর মালিককে বেঁধে রেখে ২টি বিদেশী গরু ডাকাতি করে নিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। জানা যায়, ২৫ ডিসেম্বর দিবাগত রাতে ঘোড়াঘাট উপজেলার চেংগ্রামের মৃত অফুর উদ্দিনের ছেলে সাবদুল মিয়া তার ২টি ফ্রিজিয়ান বিদেশী ১টি গাভী ও ১টি বকনা গরু সে সন্ধ্যায় গোয়াল ঘরে রেখে রাতে খাওয়া শেষে ঘুমিয়ে পড়ে। একই রাত আনুমানিক দেড়টার দিকে একই গ্রামের ৩ জন ব্যক্তি তাকে তার বাড়িতে গিয়ে ডেকে তোলে আলাপ করার সময় ৫-৬ জনের একদল ডাকাত অতর্কিত হামলা করে সাবদুল মিয়াকে আটক করে তার হাত পা বেঁধে ফেলে। ওই সময় গ্রামের ৩জন ডেকে তোলা ব্যক্তি তখন পালিয়ে যায়। ডাকাতরা সাবদুল মিয়ার বিদেশী গরু দুটো ডাকাতি করে নিয়ে যায়। এ ব্যাপারে সাবদুল মিয়া গ্রামের ৩ জনের নাম ধরে ও অজ্ঞাতনামা ৭-৮ জনের নাম ধরে থানায় এজাহার দাখিল করেছে।