জাতীয় চ্যাম্পিয়নশিপ ভেন্যুর উদ্বোধন

সিলেট জেলা স্টেডিয়াম হবে ডেডিকেটেড স্টেডিয়াম

এফএনএস (এইচ এম শহীদুল ইসলাম; সিলেট) : | প্রকাশ: ১৪ সেপ্টেম্বর, ২০২৫, ০৬:১৫ পিএম
সিলেট জেলা স্টেডিয়াম হবে ডেডিকেটেড স্টেডিয়াম

সিলেট জেলা স্টেডিয়ামকে খেলাধুলার জন্য ডেডিকেটেড স্টেডিয়াম হিসেবে গড়ে তোলা হবে বলে জানিয়েছেন সিলেটের জেলা প্রশাসক ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির আহ্বায়ক মো. সারওয়ার আলম। তিনি আরও বলেন, সিলেটে বছরব্যাপী খেলাধুলার আয়োজন করা হবে, যাতে তরুণ সমাজ নিয়মিতভাবে ক্রীড়ার সঙ্গে সম্পৃক্ত থাকতে পারে।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং বাংলাদেশ ফুটবল এসোসিয়েশনের পৃষ্ঠপোষকতায়, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আয়োজনে এবং সিলেট জেলা ফুটবল এসোসিয়েশনের ব্যবস্থাপনায় রোববার (১৪ সেপ্টেম্বর ২০২৫) বিকেলে সিলেট জেলা স্টেডিয়ামে “জাতীয় চ্যাম্পিয়নশিপ ২০২৫”এর সিলেট ভেন্যুর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। এ আয়োজনের সার্বিক সহযোগিতা করে সিলেট জেলা ক্রীড়া সংস্থা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা ক্রীড়া কর্মকর্তা ও জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্য-সচিব মো. নূর হোসেন, সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্য ড. মো. এনামুল হক চৌধুরী এবং যুব উন্নয়ন অধিদপ্তর সিলেটের উপ-পরিচালক ও বিভাগীয় ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্য-সচিব মো. আব্দুর রউফ শাহ।

অনুষ্ঠানে বক্তারা তরুণদের শারীরিক ও মানসিক উন্নয়নে খেলাধুলার গুরুত্ব তুলে ধরেন এবং সিলেটকে দেশের ক্রীড়ার অন্যতম প্রধান ভেন্যু হিসেবে গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন।

আপনার জেলার সংবাদ পড়তে