সড়ক দূর্ঘটনা বাড়ছে মওলানা ভাসানী সেতুতে

এফএনএস (মোঃ ইমদাদুল হক; সুন্দরগঞ্জ, গাইবান্ধা) :
| আপডেট: ১৪ সেপ্টেম্বর, ২০২৫, ০৬:৩৪ পিএম | প্রকাশ: ১৪ সেপ্টেম্বর, ২০২৫, ০৬:৩৪ পিএম
সড়ক দূর্ঘটনা বাড়ছে মওলানা ভাসানী সেতুতে

গাইবান্ধার সুন্দরগঞ্জের মওলানা ভাসানী সেতুতে সড়ক দূর্ঘটনা বাড়ছে। সর্বশেষ গত শনিরাব রাত ১২টার দিকে সেতুর মাঝখানে এক সড়ক দূর্ঘটনায় আন্তত ৬জন আহত হয়েছে। গুরুতর ২ জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক। গত ২০ আগষ্ট সেতুটি খুলে দেয়ার পর থেকে রোববার পর্যন্ত ২৩দিনে সেতুর ওপরসহ আশপাশ এলাকায় ছোটখাট ১০টি সড়ক দূর্ঘটনায় একজন নিহত এবং আন্তত ২৫ জন আহত হয়েছে। সেতু এলাকায় সড়ক দূর্ঘটনা রোধে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা  গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসি ও সচেতন মহল। 

সামাজিক যোগাযোগ মাধ্যমের বরাদ দিয়ে থানা পুলিশ বলেন, সেতুটি খুলে দেয়ার পরদিন সেতুর চিলমারী এলাকায় বেপরোয়া গতির মোটরসাইকেলের ধাক্কায় এক বৃদ্ধের মৃত্যুসহ আন্তত ২৫ জন আহত হয়েছে। এ পর্যন্ত সেতুসহ আশপাশ এলাকায় ছোটখাট ১০টি সড়ক দূর্ঘটনার ঘটেছে। সেতুতে ঘুরতে আসা উৎসুক জনতার বেপরোয়া গতিতে গাড়ি চালানোর কারনে এসব দূর্ঘটনা ঘটছে।

হরিপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট নাফিউল ইসলাম জিমি বলেন, সেতুটি খুলে দেয়ার পর থেকে উৎসুক জনতার ভির আজও কমেনি। উঠতি বয়েসের যুবকরা বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে সেতুর ওপর দিয়ে চলাচল করছে। যেসব যুবক বেপরোগতিতে গাড়ি চালাচ্ছে, তাদের অনেকের ড্রাইভিং লাইসেন্স নেই। তিনি মনে করেন, আপাতত মাঝে মধ্যে ২ হতে ৩দিন পর পর সেতুর দুই পাশে পুলিশের  ট্রাফিক টেকপোষ্ট বসিয়ে গাড়ি তল্লাশি করলে দূর্ঘটনা অনেকটা কমে যাবে।

উপজেলার পাঁচপীর বাজারস্থ বেসরকারি উন্নয়ন সংস্থা এস এ এস এর নিবার্হী পরিচালক এ বি এম নূরুল আকতার মজনু বলেন, সেতুর নিরাপত্তা রক্ষায় নিয়োজিত পুলিশ সদস্যগণ পিকআপ ভ্যানের অভাবে সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারছেন না। সেতুতে ঘুরতে আসা উৎসুক জনতা সেতুর মাঝ খানে মোটরসাইকেল, ভ্যান, আটো দাড় করে ছবি তুলছেন এবং অনেকে টিকটক করছেন। এসব কারনে দূর্ঘটনা ঘটছে।

সেতু এলাকার কঞ্চিবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. সেলিম রেজা বলেন, দুর্ঘটনা রোধে সেতুর দুই পাশে আপাতত ট্রাফিক পুলিশের চেকপোষ্ট বসাতে হবে। টহল পুলিশ সেতুর দুই পাশে টহলরত অবস্থায় অবস্থান করেন। পিকআপ ভ্যান না থাকায় তারা সেতুর মাঝখানে টহল দিতে পারেন না। এই সুযোগে উৎসুক জনতা সেতুর মাঝখানে গাড়ি দাড় করে অবস্থান করেন। সে কারনে দূর্ঘটনা ঘটছে। 

আপনার জেলার সংবাদ পড়তে