সংবিধান সংশোধন সংসদের বাইরে হতে পারে না: সালাহউদ্দিন আহমদ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ১৪ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:০১ পিএম
সংবিধান সংশোধন সংসদের বাইরে হতে পারে না: সালাহউদ্দিন আহমদ

জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ স্পষ্ট করে বলেছেন, সংবিধান সংশোধন সংসদের বাইরে কোনোভাবে করা যাবে না। রোববার (১৪ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে তিনি বলেন, জাতির কাছে এমন কোনো নির্দেশনা দেওয়া ঠিক হবে না যা দুদিনের মধ্যে কার্যকর হবে না।

সালাহউদ্দিন আহমদ বলেন, ৩১ জুলাইয়ের মধ্যে সবকিছু সমাপ্ত হওয়ার কথা ছিল এবং ঐকমত্য কমিশনের কাজও শেষ হওয়ার কথা ছিল। তবে শেষ মুহূর্তে কিছু রাজনৈতিক দল আইনি ভিত্তি না থাকায় স্বাক্ষর করতে অনিশ্চিত ছিলেন। তখন আলোচনা শুরু হয় কীভাবে এটিকে আইনি ভিত্তি দেওয়া যায়। তিনি আরও বলেন, বিএনপি কোনো এক্সট্রা কনস্টিটিউশনাল বা আইনি পথ অবলম্বন করে সনদ বাস্তবায়ন চায় না। তারা চান, প্রতিটি রাজনৈতিক দলের ইশতেহারে সনদে স্বাক্ষর উল্লেখ থাকবে এবং সংসদে নির্বাচিতরা তা বাস্তবায়নে বাধ্য থাকবেন।

এছাড়া তিনি স্পষ্ট করেন, সংস্কার, বিচার ও নির্বাচন একে অপরের সঙ্গে শর্তসাপেক্ষ করা যাবে না। সালাহউদ্দিন আহমদ বলেন, দেশের নির্বাচন ফেব্রুয়ারির মধ্যে অনুষ্ঠিত হতে হবে। এ বিষয়ে অনিশ্চয়তা তৈরি হলে তা শুধু গণতন্ত্রকে প্রভাবিত করবে না, বরং জাতীয় ও আঞ্চলিক নিরাপত্তার জন্যও হুমকি তৈরি করতে পারে। তিনি সতর্ক করেছেন, ফ্যাসিবাদী শক্তি সুযোগ পেলে জাতীয় জীবনে তা নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

বিএনপি নেতা আরও জানিয়েছেন, জাতীয় ঐকমত্যে এখনও ১৯টি মৌলিক সংবিধানিক বিষয় বাকি রয়েছে। তবে ৮২৬টি ছোট-বড় সংস্কার প্রস্তাবের মধ্যে মাত্র ৫১টিতে বিএনপি দ্বিমত প্রকাশ করেছে এবং ১১৫টিতে ভিন্নমতসহ গ্রহণের পরামর্শ দিয়েছে। চূড়ান্তভাবে ৮৪৫টি সংস্কার প্রস্তাবের মধ্যে অধিকাংশ বিষয়ে ইতোমধ্যেই ঐকমত্য হয়েছে। তিনি উল্লেখ করেন, আইনি ভিত্তি নিশ্চিত করা না হলে সনদে স্বাক্ষর না করা কয়েকটি দলের অবস্থান বোঝানো হয়েছে।

সালাহউদ্দিন বলেন, সংবিধানের ওপর সনদকে স্থান দেওয়া গ্রহণযোগ্য নয়। তবে বৈধতা নিশ্চিত করতে আপিল বিভাগের পরামর্শ নেওয়া যেতে পারে। এটি হলে ভবিষ্যতে আদালতে চ্যালেঞ্জ এলেও বলা যাবে যে, বিশেষজ্ঞ মতামত নেওয়া হয়েছিল। তিনি জোর দিয়ে বলেন, “জাতীয় দলিল হিসেবে এটি নির্ভুল হতে হবে। বিতর্ক যত কম করা যায়, ততই ভালো।”

বৈঠকে সালাহউদ্দিন আহমদ রাজনৈতিক সমঝোতার গুরুত্বের ওপর জোর দিয়ে বলেন, ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য ধরে রাখতে এবং তা শক্তিতে রূপান্তর করতে আরও বেশি নেগোশিয়েশন জরুরি। সংবিধান সংশোধন, নির্বাচন ও বিচার প্রক্রিয়াকে আলাদা রাখা হবে, যাতে জাতির জন্য অনিশ্চয়তা সৃষ্টি না হয়।

আপনার জেলার সংবাদ পড়তে