অবৈধ যান চলাচল বন্ধের দাবিতে রূপসা বাস মালিক সমিতির সংবাদ সম্মেলন

এফএনএস (এম এ আজিম; খুলনা) : | প্রকাশ: ১৪ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:০৩ পিএম
অবৈধ যান চলাচল বন্ধের দাবিতে রূপসা বাস মালিক সমিতির সংবাদ সম্মেলন

খুলনা-বরিশাল-গোপালগঞ্জ ও বাগেরহাটের সড়ক-মহাসড়কে অবৈধ যানবাহন চলাচল বন্ধের দাবীতে তিন সপ্তাহের আল্টিমেটাম দিয়েছে রূপসা বাস-মিনিবাস ও মাইক্রোবাস মালিক সমিতির নেতৃবৃন্দ। দাবি মানা না হলে আগামি ৬ অক্টোবর থেকে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ৫০ রুটে অনির্দিষ্টকালের বাস ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। রবিবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১১টায় খুলনার রূপসা বাস-মিনিবাস ও মাইক্রোবাস মালিক সমিতির পক্ষ থেকে সংবাদ সম্মেলনে এ ঘোষনা দেন সমিতির সভাপতি মোল্লা আনোয়ারুল ইসলামসহ নেতৃবৃন্দ। খুলনা থেকে বরিশাল পর্যন্ত সড়ক-মহাসড়কে অবৈধ নসিমন, করিমন, ইজিবাইক ও মাহিন্দ্রসহ সকল প্রকার থ্রি-হুইলার এবং অবৈধ যানবাহন চলাচল বন্ধ না করা হলে আগামী ৬ অক্টোবর থেকে ৭টি মালিক সমিতির প্রায় ৫০টি রুটের সকল বাস চলাচল বন্ধ করে দেওয়া হবে। খুলনা-বরিশাল পর্যন্ত ৫ জেলার ৭টি বাস মালিক সমিতির একযোগে সংবাদ সম্মেলনের অংশ হিসেবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মহিউদ্দিন শেখ, নির্বাহী সভাপতি মোল্লা সাইফুর রহমান, কার্যকরি সভাপতি মোঃ মূর্শিদুর রহমান (লিটন), সিনিয়র সহ-সভাপতি বিকাশ মিত্র, সহ-সভাপতি, মোঃ মিঠু মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ইসমাইল হোসেন, উপ-সাধারণ সম্পাদক, মোঃ রেজাউল করিম, সহ-সাধারণ সম্পাদক মোঃ সোহেল, সাংগঠনিক সম্পাদক মোঃ আমিরুল ইসলাম (তারেক), কোষাধ্যক্ষ মোঃ রকিব উদ্দিন (রশিদ), দপ্তর সম্পাদক মোঃ তৌহিদ উদ্দিন শেখ, লাইন সম্পাদক মোঃ জান্নাতুন নাঈম, মোঃ সেলিম মুন্সি, মোঃ সাকির চৌধুরী, মোঃ গহর আলী, মোঃ আশরাফ উজ্জ জামান (শাহিন)। সংবাদ সম্মেলনে বলা হয়েছে, দীর্ঘদিন যাবত এতদাঞ্চলের মালিক শ্রমিকরা বিভিন্নভাবে বৈষম্য ও আর্থিক ক্ষতির সম্মুখীন হয়ে আসছে। বিশেষ করে সরকার অনুমোদন ব্যতিত বিআরটিসি নামধারী গাড়িগুলো লাগামহীনভাবে সড়ক সমূহে চলাচল করছে। তাদের সরকার কর্তৃক কোন রকম অনুমোদন নেই। বিআরটিসি গাড়ী নিলাম কিনে কোন রকম মেরামত করে বিআরটিসির নাম ব্যবহার করে চলাচল করছে। যা সম্পূর্ণ আইন পরিপন্থী। স্থানীয় ডিপো ম্যানেজার গনের সাথে অনৈতিক যোগসাজসে একটি বিশেষ মহল এ ধরনের অপকর্ম করছে। এছাড়া অবৈধ ইজিবাইক, মাহিন্দ্র, নছিমন, করিমন ও ব্যাটারি চালিত ভ্যান ইচ্ছামত চলাচল ও যাত্রী বহন করছে। উল্লেখিত গাড়ীর চালকদের কোন রকম লাইসেন্স বা অভিজ্ঞতা নেই। ইচ্ছা-খুশিমত গাড়ী চালানোর কারণে প্রতিনিয়ত সড়কে দুর্ঘটনাসহ সড়কের বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে। মহামান্য হাইকোর্ট কর্তৃক খুলনা জেলাসহ দক্ষিণাঞ্চলের ১০ জেলায় অবৈধ যানবাহন চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হলেও এসব রুটে সে আইন বাস্তবায়ন হচ্ছেনা। ফলে সড়কের শৃঙ্খলা ফেরাতে সংবাদ সম্মেলনের মাধ্যমে মালিক সমিতির নেতৃবৃন্দ তাদের দীর্ঘদিনের দাবি সমূহ তুলে ধরে প্রতিকার কামনা করেন। তাদের দাবিসমূহে আগামী ২০ সেপ্টেম্বর ২৫' মধ্যে বাস্তবায়ন করা না হলে আগামী ৬ অক্টোবর’২৫ থেকে দাবি আদায় না হওয়া পর্যন্ত ৫টি জেলার ৭টি বাস মালিক সমিতি প্রায় ৫০টি রুটে তাদের সকল গাড়ী অনির্দিষ্ট কালের জন্য বন্ধ রাখা হবে।

আপনার জেলার সংবাদ পড়তে