কুষ্টিয়ার দৌলতপুরে ছাগল ও গরু ব্যবসায়ী সাইফুলকে অপহরণের দুই দিন পর চরাঞ্চলে অভিযান চালিয়ে উদ্ধার করেছে দৌলতপুর থানা পুলিশ । দৌলতপুর থানার অফিসার ইনচার্জ মোঃ সোলাইমান শেখ জানান, গত শনিবার রাতে দৌলতপুর থানা পুলিশের একটি বিশেষ টিম দৌলতপুর উপজেলা ও ভেড়ামারা উপজেলার পদ্মার চরাঞ্চলে অভিযান চালিয়ে পার্শ্ববর্তী ভেড়ামারা এলাকার রায়টার চর এলাকা থেকে অপহৃত সাইফুলকে উদ্ধার করে। উল্লেখ গত শুক্রবার রাত আনুমানিক ৯ টার সময় উপজেলার বৈরাগীর চর এলাকা থেকে মিরাজ মালিথার ছেলে ছাগল ও গরু ব্যবসায়ী সাইফুলকে অপহরণ করে নিয়ে যায় সন্ত্রাসীরা। এ সময় সন্ত্রাসীরা ঐ এলাকায় গুলি চালিয়ে আতংকের সৃষ্টি করে পার্শ্ববর্তী পদ্মা নদীতে স্প্রীডবোর্ট যোগে চলে যায়। ওসি আরও জানান, সন্ত্রাসীদের গ্রেফতার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।