চট্টগ্রামের হামজারবাগ এলাকায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে চারজনকে আটক করেছে পুলিশ।শনিবার (১৩ সেপ্টেম্বর) রাতে এ তথ্য জানিয়েছেন পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলায়মান।তিনি বলেন, এদিন সকাল ৭টা ২০ মিনিটে আজিজুল্লাহ সড়কের হযরত কামাল শাহ (র.) এর মাজার গেটের সামনে ছাত্রলীগের ১৬ নম্বর চকবাজার ওয়ার্ডের সাবেক সভাপতি সাদ্দাম হোসেন ইভানের নেতৃত্বে সংগঠনটির কর্মীরা ঝটিকা মিছিল বের করে এবং সরকারবিরোধী স্লোগান দেয়।’ রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র ও নাশকতার উদ্দেশ্যে তারা সমবেত হয়েছিল।তিনি আরও বলেন, পাঁচলাইশ থানা পুলিশ ঘটনাস্থল থেকে একটি সাদা রঙের মাইক্রোবাস জব্দ এবং চালক আবু মুসা ও তার সহকারী (হেলপার) সাকিব আলমকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানান, মিছিলকারীদের চকরিয়া থেকে চট্টগ্রাম শহরে আনা হয়েছিল। মিছিল শেষে ছবি তুলে তাদের ফিরে যাওয়ার পরিকল্পনা ছিল। আটক দু’জনের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ পাঁচলাইশ এলাকায় অভিযান চালিয়ে আরও দুজনকে আটক করেছে।তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়েরের পর গ্রেপ্তার দেখানো হয়েছে।