তারুন্যের উৎসব-২০২৫ উপলক্ষে জুলাই শহিদ যোদ্বাদের স্বরনে জাতীয় চ্যাম্পিয়নশীপ ফুটবল ম্যাচ বরগুনা স্টেডিয়ামে ১৪ সেপ্টেম্বর রোববার বিকেল সাড়ে ৩ টায় অনুষ্ঠিত হয়। বরিশাল জেলা ও বরগুনা জেলার মধ্যে এ ম্যাচ অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে ফুটবল খেলার আনুষ্ঠানিক ভাবে উদ্ভোধন করেন বরগুনা জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলম। বক্তব্য রাখেন টুর্নামেন্টের সভাপতি সদর উপজেলা নির্বাহী অফিসার ইয়াছিন আরাফাত রানা বরিশাল জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মসিউলআলম পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট নুরুল আমিন যুব উন্নয়ন অধিদপ্তরের উপ পরিচালক গৌতম চন্দ্র দে, উপস্থিত ছিলেন সাবেক জাতীয় ফুটবলার, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সদস্য ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য রাকিন মোল্লা, ক্রীড়া সংস্থার সদস্য সাইফুল ইসলাম সবুজ। খেলায় বরিশাল -২ -১ গোলে বরগুনাকে পরাজিত করে বিজয়ী হয়।