রাজধানীর উপকণ্ঠ আশুলিয়ায় ভাড়া বাসা থেকে স্বামী, স্ত্রী ও শিশুকন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৪ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উপজেলার নরসিংহপুর এলাকার একটি টিনশেড বাড়ি থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।
নিহতরা হলেন রাজমিস্ত্রি রুবেল আহমেদ (৩৫), তার স্ত্রী পোশাকশ্রমিক সোনিয়া আক্তার (২৮) এবং তাদের শিশু কন্যা জামিলা (৫)। পরিবারটি দীর্ঘদিন ধরে স্থানীয় আবুল হোসেন দেওয়ানের টিনশেড বাড়ির একটি কক্ষে ভাড়া থাকছিল।
স্থানীয়রা জানান, সন্ধ্যার পর বাসায় কোনো সাড়া না পেয়ে তারা সন্দেহ করে থানায় খবর দেন। পরে পুলিশ এসে দরজা ভেঙে তিনজনের নিথর দেহ উদ্ধার করে। প্রত্যক্ষদর্শীরা জানান, খাটের ওপর স্ত্রী ও সন্তানের মরদেহ পড়ে ছিল, আর ঘরের আড়ার সঙ্গে ঝুলছিল স্বামীর দেহ। সন্তানের মুখে বিষের গন্ধ পাওয়া গেছে বলেও জানান তারা।
আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) মজিবুর রহমান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে স্বামী স্ত্রী-সন্তানকে হত্যা করার পর আত্মহত্যা করেছেন। তবে ময়নাতদন্তের প্রতিবেদন ছাড়া নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান জানান, তিনজনের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় সিআইডির ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এ ঘটনায় এলাকায় শোক ও হতবাক পরিস্থিতি বিরাজ করছে। প্রতিবেশীরা বলছেন, পরিবারটি আর্থিক টানাপোড়েনের মধ্যে ছিল। তবে প্রকৃত কারণ তদন্তের পরই জানা যাবে।