কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় খেজুরের রস খেতে গিয়ে ‘জয় বাংলা’, ‘জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে নেত্রকোনার কেন্দুয়া উপজেলার ১৫ যুবককে আটক করে পুলিশের হাতে তুলে দেন স্থানীয় জনতা। গত বুধবার (২৫ ডিসেম্বর) ভোরে পাকুন্দিয়া পৌরসভার শ্রীরামদী গ্রামে এ ঘটনাটি ঘটে।
জানা যায়, গত বুধবার সকালে খেজুরের রস খেতে পাকুন্দিয়া পৌরসভার শ্রীরামদী গ্রামে আসেন নেত্রকোণার কেন্দুয়া উপজেলার ১৫জন যুবক। এ সময় তারা একসাথে ‘জয় বাংলা’, ‘জয় বঙ্গবন্ধু’সহ শেখ হাসিনার নামে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। স্লোগান শুনে স্থানীয় জনতা তাদের আটক করে পুলিশের হাতে তুলে দেন।
আটকৃতরা হলেন নেত্রকোনার কেন্দুয়া উপজেলার কান্দিউরা গ্রামের আরমান মিয়া, সারোয়ার জাহান সিয়াম, রিফাত, ইকবাল হোসেন শুভ, রাহাতুল ইসলাম, মোজাহিদ ইসলাম জিহাদ, ওয়াশেরপুর গ্রামের মো. আবু সাঈদ, মো. রাজন, ইয়াসিন, আরফিন শুভ, অমিত, সাউদপাড়া গ্রামের আবু সুফিয়ান শাওন, আশিকুর রহমান, তাম্বুলিপাড়া গ্রামের জয় বর্মন ও মাহফুজ আলম।
পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাখাওয়াৎ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, স্থানীয় জনগণ যুবকদের আটক করে থানায় খবর দেন। এ সময় পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিরাপত্তার কথা চিন্তা করে তাদের থানায় নিয়ে আসেন। পরে আটককৃতদের বুধবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।