চন্দনাইশে সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ৮

এফএনএস (মুহাম্মদ আবু তোরাব চৌধুরী; চন্দনাইশ, চট্টগ্রাম) : | প্রকাশ: ১৫ সেপ্টেম্বর, ২০২৫, ০৩:৪৭ পিএম
চন্দনাইশে সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ৮

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে চন্দনাইশ উপজেলায়  যাত্রীবাহী বাস  ঈগল পরিবহন ও  দুইটি সিএনজি আটো-রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত-৩ এবং আহত হয়েছে আরো ৮জন। সোমবার সকাল এগারটার সময় মহাসড়কের পাঠানিপুল সংলগ্ন এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে বিজিসি ট্রাষ্ট এবং দোহাজারী হাসপাতালে আনা হলে বিজিসি ট্রাষট হাসপাতালের কর্তব্যরত ডাক্তার -চন্দনাইশ উপজেলার হাশিমপুর ইউনিয়নের ৫নং ওয়াড এলাকার করিম বক্সুর স্ত্রী ফাতেমা বেগম(৭৫) মো: সেলিম উদ্দিনের স্ত্রী শামিমা আক্তার (৪৫) কে মৃত ঘোষণা করেন। অপর দিকে দোহাজারী হাসপাতালে আশঙ্কাজনক অবস্থা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ায় পথে  ময়মনসিংহ জেলার মো: শরীফ (২৬)মৃত্যু হয়। অপরাপর আহত ৮জনের মধ্যে গুরুত্বর অবস্থায় উন্নত চিকিৎসার জন্য উক্ত হাশিমপুর এলাকার সিএনজি (চালক)আবদুর রহিম,মো: সাজিদ ,হামিম ,মাহাবুব আলম,বরিশালের মারূফ ও (চালক) পলাশকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। পুলিশ ঘাতক ঈগল পরিবহন (যাত্রীবাহী )বাসটি আটক করেছে। চালক এবং পলাতক রয়েছে। দোহাজারী হাই-ওয়ে থানার ইনচার্জ মো: মাহাববুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

আপনার জেলার সংবাদ পড়তে