বকশীগঞ্জে সাংবাদিকদের সাথে নবাগত ইউএনওর মত বিনিময়

এফএনএস (সরকার আবদুর রাজ্জাক; বকশীগঞ্জ, জামালপুর) :
| আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম | প্রকাশ: ২৬ ডিসেম্বর, ২০২৪, ০১:২৬ এএম
বকশীগঞ্জে সাংবাদিকদের সাথে নবাগত ইউএনওর মত বিনিময়

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও মাসুদ রানার মত বিনিময় সভা অনুষ্ঠিত  হয়েছে। ২৬ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে ওই মত বিনিময় সভা  করা হয়।  উপজেলা কনফারেন্স রুমে মত বিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন বকশীগঞ্জ উপজেলায় সদ্য যোগদান কৃত নির্বাহী কর্মকর্তা মাসুদ রানা। সভা সঞ্চালনা করেন বকশীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এম শাহীন আল আমীন। মত বিনিময় সভায় বক্তব্য রাখেন প্রবীন সংবাদিক সরকার আব্দুর রাজ্জাক,  সাংবাদিক,আশরাফুল হায়দার,রাশেদুল ইসলাম রনি, মনিরুল ইসলাম,আল মোজাহিদ বাবু ও মোরাদুজ্জামান প্রমুখ । এসময় সাংবাদিকরা উপজেলার উন্নয়নে নানা সমস্যার কথা তুলে ধরেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানা  সরকারী দায়িত্ব পালনে জনস্বার্থে সাংবাদিকদের কাছে সার্বিক সহযোগীতা কামনা করেন।

আপনার জেলার সংবাদ পড়তে