হোসেন্দী ইউনিয়ন বিএনপি'র আলোচনা সভা

এফএনএস (মোঃ আমিরুল ইসলাম নয়ন; গজারিয়া, মুন্সীগঞ্জ) : | প্রকাশ: ১৫ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:৫১ পিএম
হোসেন্দী ইউনিয়ন বিএনপি'র আলোচনা সভা

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার হোসেন্দী ইউনিয়ন বিএনপি’র আয়োজনে ওয়ার্ড কমিটি গঠন ও সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকাল ৪টায় হোসেন্দি বহুমুখী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ইউনিয়ন বিএনপি’র আহ্বায়ক কমিটির সভাপতি মাহবুল খাঁন এর সভাপতিত্বে এবং সদস্য সচিব জাহাঙ্গীর আলম মাতাব্বরের  সঞ্চালনায় সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, দীর্ঘ ১৬ বছর নির্যাতন, হামলা ও মামলার শিকার হয়ে যারা রাজপথে দলকে টিকিয়ে রেখেছেন, আগামী ওয়ার্ড কমিটিতে তাদের যথাযথ মর্যাদা ও গুরুত্বপূর্ণ পদে রাখা এবং  দলকে শক্তিশালীসহ সুসংগঠিত করতে তৃণমূল পর্যায়ের কর্মীদের ভূমিকা অপরিসীম। এজন্য ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করে ভবিষ্যৎ আন্দোলন-সংগ্রামে তাদের পাশে রাখতে হবে।


এসময় আরও উপস্থিত ছিলেন হোসেন্দি ,ইউনিয়ন বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক আজমল হোসেন , যুগ্ম আহ্বায়ক দেওয়ান মাফুজ, যুগ্ম আহ্বায়ক নুরুল জমাদ্দার, যুগ্ম আহ্বায়ক জাহিদ হোসেন ,  সদস্য মমিন মৃধা, সদস্য ছোটন চৌধুরী।   উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলী মোল্লা,সদস্য নিজাম মোল্লা,উপজেলা ছাত্রদলের সদস্য সচিব নাদিম আহমেদ অপু,ইউনিয়ন কৃষকদলের সভাপতি নুরে আলম,

হোসেন্দি ইউনিয়ন ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি সুজন,ইউনিয়ন ছাত্রদলের সহ সভাপতি জিতু,ইমরান হোসাইন,সুজন মিয়া,সাইফুল ইসলাম,

সহ অন্যান্য নেতাকর্মীরা।

সভা শেষে ওয়ার্ড কমিটি গঠনে দলীয় সংহতি বজায় রেখে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

আপনার জেলার সংবাদ পড়তে