আরও এক মাস বাড়ল জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ১৫ সেপ্টেম্বর, ২০২৫, ১১:০০ পিএম
আরও এক মাস বাড়ল জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ

জাতীয় ঐকমত্য কমিশনের কার্যক্রম চালিয়ে যেতে মেয়াদ আরও এক মাস বাড়িয়েছে সরকার। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা প্রজ্ঞাপনে জানানো হয়েছে, কমিশনের মেয়াদ ১৫ অক্টোবর পর্যন্ত বৃদ্ধি করা হলো।

সোমবার (১৫ সেপ্টেম্বর) মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদের স্বাক্ষরিত এ প্রজ্ঞাপন জারি করা হয়। এতে উল্লেখ করা হয়, ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি এস.আর.ও নম্বর ৫৫-আইন/২০২৫ দ্বারা কমিশন গঠনের যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, তার মেয়াদ অব্যাহতভাবে চলমান থাকবে।

প্রজ্ঞাপনে বলা হয়, কমিশনের মেয়াদ বৃদ্ধির এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে। ফলে জাতীয় ঐকমত্য কমিশন আগামী এক মাস তাদের দায়িত্ব পালনের সুযোগ পাবে।

জাতীয় ঐকমত্য কমিশন গঠন থেকে শুরু করে কার্যক্রম পর্যন্ত রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। মেয়াদ বাড়ানোর এই সিদ্ধান্তকে সরকার প্রয়োজনীয় সময় নিশ্চিত করার অংশ হিসেবে দেখছে।

আপনার জেলার সংবাদ পড়তে