জন্মের আনন্দ মিশে গেলো ট্র্যাজেডিতে

একসঙ্গে জন্ম নেওয়া জমজ ৬ শিশুর মধ্যে মারা গেল ৫ জন

এফএনএস (মোঃ জাহাঙ্গীর আলম; সেনবাগ, নোয়াখালী) : | প্রকাশ: ১৬ সেপ্টেম্বর, ২০২৫, ১২:০২ পিএম
একসঙ্গে জন্ম নেওয়া জমজ ৬ শিশুর মধ্যে মারা গেল ৫ জন

নোয়াখালীর সেনবাগ উপজেলার ২নং কেশারপাড় ইউনিয়নের খাজুরিয়া ৩ নং ওয়ার্ডে খাজুরিয়া মধ্য পাড়া গ্রামের আজিজ মাষ্টার বাড়ির কাতার প্রবাসী মোঃ হানিফের স্ত্রী গৃহবধূ মোকছেদা আক্তার প্রিয়া (২৩) রোববার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে একসঙ্গে জন্ম দেওয়া ৬ জমজ নবজাতক শিশুর মধ্যে আরো একজন মারা গেছে। এই নিয়ে একেএকে মৃত্যু হয়েছে ৫ শিশুর। ৬ শিশুর জন্মের আনন্দ রুপ নিল ট্র্যাজেডিতে পুরো পরিবারে চলছে শোকের মাতম।

আজ সোমবার বিকাল ৩টার দিকে একজন, ভোরে দুইজন ও রোববার রাতে দুইজন সহ সর্বমোট ৫শিশুর মৃত্যুতে পুরো পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। একে একে ৫শিশুর মৃত্যুতে ট্রাজেডিতে রুপ নিয়েছে ওই পরিবারের। মৃত শিশুদের নাম রাখা হয়েছে মোঃ আবদুল্লাহ ,মোহাম্মদ, মোঃ সাইমুন, বিবি ফাতেমা ও বিবি হাবিবা বিষয়টি নিশ্চিত করেছেন মৃত শিশুদের দাদা মোঃ রুহুল আমিন। সোমবার সন্ধ্যায় ও সকালে জানাজা শেষে ঢাকার আজিমপুর কবরস্থানে ৫ জমজ শিশুর লাশ দাফন করা হয়। 

জীবিত অপর শিশু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক)এ নবজাতক নিবিড় পরিচর্যা কেন্দ্রে এনআইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। শিশুদের মা প্রিয়া শারীরিক ভাবে অসুস্থ। তাদের সুস্থ্যতার জন্য দেশবাসীর নিকট দোয়া চেয়েছেন পরিবারের পক্ষ থেকে। 

সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকাল ৩টার দিকে ও সকাল সোয়া ১০টার দিকে ঢামেক হাসপাতালের নবজাতক নিবিড় পরিচর্যা কেন্দ্রে (এনআইসিইউতে) ও রোববার রাত ৩টার দিকে রাজধানীর কাঁটাবনের হোম কেয়ার নামের একটি বেসরকারি হাসপাতালে (এনআইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় শিশুদের মৃত্যু হয়। মৃত্যুবণকরী শিশুরা হচ্ছে  সেনবাগ উপজেলা ২নং কেশাড়পাড় ইউপির খাজুরিয়া গ্রামের কাতার প্রবাসী মোঃ হানিফের ছেলে-মেয়ে।

আপনার জেলার সংবাদ পড়তে