শ্রীমঙ্গল সরকারি বালিকা বিদ্যালয়ে তারুণ্যের উৎসব

এফএনএস (আতাউর রহমান কাজল; শ্রীমঙ্গল, মৌলভী বাজার) :
| আপডেট: ১৬ সেপ্টেম্বর, ২০২৫, ০২:৩৫ পিএম | প্রকাশ: ১৬ সেপ্টেম্বর, ২০২৫, ০২:৩৫ পিএম
শ্রীমঙ্গল সরকারি বালিকা বিদ্যালয়ে তারুণ্যের উৎসব

শ্রীমঙ্গল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে জনতা ব্যাংক শ্রীমঙ্গল শাখার উদ্যোগে গতকাল অনুষ্ঠিত হলো ‘তারুণ্যের উৎসব ২০২৫’।

অনুষ্ঠানটি আয়োজন করা হয় জনতা ব্যাংক পিএলসি, মৌলভীবাজার এরিয়া অফিসের ডিজিএম মো. রফিকুল ইসলামের সার্বিক নির্দেশনায় এবং শ্রীমঙ্গল শাখার ব্যবস্থাপক মো. সালাহ উদ্দিনের দক্ষ নেতৃত্বে।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. কামাল উদ্দিন। এছাড়াও জনতা ব্যাংক শ্রীমঙ্গল শাখার ব্যবস্থাপক মো. সালাহ উদ্দিনসহ শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। এক ঝাঁক মেধাবী শিক্ষার্থীর প্রাণবন্ত অংশগ্রহণে বিদ্যালয় প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে জনতা ব্যাংকের বিভিন্ন কার্যক্রম ও সেবার বিস্তারিত তথ্য উপস্থাপন করা হয়। বিশেষ করে স্কুল ব্যাংকিং, সঞ্চয় পরিকল্পনা, আধুনিক ব্যাংকিং সুবিধা, ঋণ ও বিনিয়োগ, জাল নোট সনাক্তকরণ এবং উদ্যোক্তা উন্নয়ন বিষয়ে শিক্ষার্থীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।

ব্যাংক কর্তৃপক্ষ জানান, এ আয়োজনের মূল লক্ষ্য হলো আগামী প্রজন্মকে ব্যাংকিং জ্ঞান ও আর্থিক সচেতনতার সঙ্গে যুক্ত করা, যাতে তারা ভবিষ্যতে দেশের অর্থনৈতিক উন্নয়নে সক্রিয় ভূমিকা রাখতে পারে।

আপনার জেলার সংবাদ পড়তে