রংপুরে পদ্মরাগ কমিউটার ট্রেন লাইনচ্যুত, বন্ধ রেল চলাচল

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ১৬ সেপ্টেম্বর, ২০২৫, ০৩:১৪ পিএম
রংপুরে পদ্মরাগ কমিউটার ট্রেন লাইনচ্যুত, বন্ধ রেল চলাচল

রংপুরের পীরগাছায় পদ্মরাগ কমিউটার ট্রেনের ছয়টি বগি লাইনচ্যুত হওয়ায় রংপুর ও লালমনিরহাটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ১২টা ৪০ মিনিটে এ দুর্ঘটনা ঘটে। এতে রেলপথে চলাচলকারী একাধিক ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়ে যায়।

সান্তাহার থেকে ছেড়ে আসা পদ্মরাগ ট্রেনটি লালমনিরহাট যাচ্ছিল। পীরগাছা রেলওয়ের আউট সিগনালের কাছে পৌঁছালে হঠাৎ করে ট্রেনটির ছয়টি বগি লাইনচ্যুত হয়ে যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় যাত্রীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হলেও বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

পীরগাছা রেলওয়ে স্টেশনের মাস্টার জেনারুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, লাইনচ্যুত বগিগুলো দ্রুত সরানোর কাজ চলছে এবং রেল চলাচল স্বাভাবিক করতে কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।

এ ঘটনায় ট্রেন যোগাযোগ ব্যাহত হওয়ায় রংপুর ও লালমনিরহাটমুখী যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হয়েছে। উদ্ধার কাজ শেষ না হওয়া পর্যন্ত এই রুটে ট্রেন চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

আপনার জেলার সংবাদ পড়তে