টাঙ্গাইলের দেলদুয়ারে কৃত্য পেশাভিত্তিক মন্ত্রণালয়ের দাবীতে মানব বন্ধন কর্মসূচী পালন করা হয়েছে। আন্তঃ ক্যাডার বৈষম্য নিরসন পরিষদ দেলদৃয়ার উপজেলা শাখা এ মানববন্ধন কর্মসূচি পালন করে। বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদ কমপ্লেক্সের সামনে এ মানব বন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুবুল হাসান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. তারিকুল ইসলাম, প্রানী সম্পদ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম, আবাসিক মেডিকেল অফিসার মো. আশরাফুল আলম, মেডিকেল অফিসার ডা. শফিকুল ইসলাম ও অতিরিক্ত কৃষি কর্মকর্তা সুফিয়া আক্তার।