কয়রা সদর ইউনিয়ন সুশীল সমাজ ( সিএসও) নেটওয়ার্কের কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকাল ৩ টায় প্রগতি শিশু শিক্ষা নিকেতনের হলরুমে ৪ বছর মেয়াদী এই কমিটি গঠন করা হয়। এতে সহযোগিতা করেন বারসিকের এনগেজ প্রকল্প।
কমিটির সভানেত্রী নির্বাচিত হয়েছেন তহমিনা খাতুন ও সদস্য সচিব নির্বাচিত হয়েছেন সাংবাদিক আঃ রউফ। ২৫ সদস্য বিশিষ্ট কার্য-নির্বাহী কমিটির সদস্যরা হলেন, অধ্যাপক আ,ব,ম আঃ মালেক, সাংবাদিক শেখ মনিরুজ্জামান মনু, মোঃ রিয়াছাদ আলী, মোস্তাফিজুর রহমান, মিজানুর রহমান লিটন, মোঃ ফরহাদ হোসেন, হাফেজ জাহিদুর রহমান, আনোয়ার সাদাত কাজল, হাফিজুর রহমান, জেলা জাতীয় আদিবাসী পরিষদের সাধারণ সম্পাদক নিরাপদ মুন্ডা, মাওলানা নুরুল ইসলাম, ভোলানাথ মন্ডল, সুব্রত সরকার, মনিরা খাতুন, স্বপ্না মন্ডল
সুমিত্রা মন্ডল, শেফালী, দিপালী মুন্ডা ও পবিত্র মন্ডল । কমিটি গঠনের সার্বিক সহযোগিতা করেন বারসিকের এনগেজ প্রকল্পের ফিল্ড ফ্যাসিলিটেটর মধুময় সরদার ও পবিত্র সরকার। কয়রা সদর ইউনিয়নের বিভিন্ন শ্রেনী পেশার লোকজন কমিটি গঠন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।