গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার ১৬ সেপ্টেম্বর ২০২৫ তারিখ সকাল দশটা থেকে বেলা বারোটা পর্যন্ত যৌথ বাহিনীর নেতৃত্বে চাঁদপুর জেলার সদর উপজেলায় পাসপোর্ট অফিস সংলগ্ন এলাকায় পুলিশের সাথে সমন্বয়পূর্বক ভ্রাম্যমাণ চেকপোষ্ট বসিয়ে লাইসেন্স বিহীন চালক, ফিটনেস বিহীন গাড়ী, অধিক গতিতে গাড়ি চালানো, হেলমেট বিহীন মোটরসাইকেল চালানোর বিরুদ্ধে চাঁদপুর সদর আর্মি ক্যাম্প হতে যৌথ অভিযান পরিচালনা করা হয়।
উক্ত যৌথ অভিযানে সর্বমোট ১৫০ টি যানবাহন তল্লাশি করা হয়। মোটরসাইলে চালক এবং প্রাইভেট গাড়ির বিরুদ্ধে মোট ০৫টি মামলা দায়ের করা হয়েছে এবং সর্বমোট ২৫০০০.০০ টাকা জরিমানা করা হয়। এছাড়াও লাইসেন্স না থাকায় ০৩টি গাড়ি জব্দ করা হয়। দেশের চলমান পরিস্থিতিতে ট্রাফিক আইনের পরিপন্থী সকল প্রকার অবৈধ কার্যক্রম দমনসহ আইনের শাসন সমুন্নত রাখার লক্ষ্যে সেনাবাহিনীর কঠোর অবস্থান অব্যাহত থাকবে।
ছবি ক্যাপশন-
চাঁদপুর শহরের পাসপোর্ট অফিস সামনের সড়কে আর্মি ক্যাম্পের তত্ত্বাবধানে চেকপোস্ট।