সিলেটে যুবলীগ নেতা গ্রেপ্তার

এফএনএস (সিলেট): | প্রকাশ: ১৬ সেপ্টেম্বর, ২০২৫, ০৮:৩৫ পিএম
সিলেটে যুবলীগ নেতা গ্রেপ্তার

সিলেটের কোম্পানীগঞ্জে গ্রেপ্তার যুবলীগের এক নেতা। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে ভোলাগঞ্জ ১০ নম্বর এলাকা থেকে কোম্পানীগঞ্জ থানা পুলিশ তাকে আটক করে।

গ্রেপ্তারকৃত যুবলীগ নেতা হলেন জুয়েল আহমদ, কোম্পানীগঞ্জ উপজেলা যুবলীগ আহ্বায়ক কমিটির সদস্য। তিনি উপজেলার নোয়াগাঁও গ্রামের মৃত সৈয়দ আলীর ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, জুয়েল আহমদের বিরুদ্ধে মোট তিনটি মামলা রয়েছে। এর মধ্যে দুটি মামলায় আদালতের ওয়ারেন্ট জারি ছিল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময়ে আন্দোলনকারীদের ওপর হামলার ঘটনায়ও তার বিরুদ্ধে মামলা করা হয়েছে।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ বলেন, “জুয়েল আহমদের বিরুদ্ধে আদালতের ওয়ারেন্ট থাকায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে থানায় তিনটি মামলা নথিভুক্ত রয়েছে। বুধবার তাকে আদালতে পাঠানো হবে।”

এ ঘটনায় এলাকায় রাজনৈতিক মহলে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে