টাঙ্গাইল সদর উপজেলার মগড়া ইউনিয়নে মুখোশধারী দুর্বৃত্তদের হামলায় লিলি আক্তার নামের এক নারী নিহত হয়েছেন। নিহত লিলি আক্তার স্থানীয় বিএনপি নেতা এসএম আনিছুর রহমান উত্তমের স্ত্রী। পুলিশ জানিয়েছে, দুর্বৃত্তরা আনিছুর রহমানকে খুঁজতে গিয়ে তাকে না পেয়ে তার স্ত্রীকে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে মগড়া ইউনিয়নের কুইজবাড়ি বাজার এলাকায়। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, ৪ থেকে ৫ জন মুখোশধারী ব্যক্তি ওই সময় আনিছুর রহমানকে খুঁজে তার বাড়ি ও বেকারিতে প্রবেশ করে। তাকে না পেয়ে তারা স্ত্রী লিলি আক্তারের ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে টাঙ্গাইল সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের স্বামী আনিছুর রহমান সাংবাদিকদের জানান, হামলাকারীদের চিনতে পারেননি এবং তাদের পরিচয় সম্পর্কে কিছুই নিশ্চিত নন। তিনি দাবি করেন, তারা মূলত তাকে খুঁজছিল কিন্তু না পেয়ে তার স্ত্রীকে হত্যা করে।
টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহমেদ বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, হত্যাকাণ্ডের কারণ উদঘাটনে তদন্ত চলছে।
ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা বলেন, রাজনৈতিক প্রতিপক্ষ নাকি অন্য কোনো কারণ—তা স্পষ্ট নয়, তবে এ ঘটনায় সাধারণ মানুষের মধ্যে ভীতি সৃষ্টি হয়েছে।