এনবিআরের ৫৫৫ সহকারী রাজস্ব কর্মকর্তাকে একযোগে বদলি ও পদায়ন

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ১৭ সেপ্টেম্বর, ২০২৫, ০১:৫৯ এএম
এনবিআরের ৫৫৫ সহকারী রাজস্ব কর্মকর্তাকে একযোগে বদলি ও পদায়ন

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বড় পরিসরে আবারও কর্মকর্তা বদলি করেছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুটি পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে মোট ৫৫৫ সহকারী রাজস্ব কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়।

এনবিআরের কাস্টমস ও ভ্যাট প্রশাসন শাখা–৩-এর দ্বিতীয় সচিব তানভীর আহম্মেদের স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনে ৪৫৯ জন সহকারী রাজস্ব কর্মকর্তার বদলি ও পদায়ন কার্যকর করা হয়। একই কর্মকর্তার সই করা আরেক প্রজ্ঞাপনে আরও ৯৬ জনকে বদলি ও পদায়ন করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে এসব আদেশ জারি করা হয়েছে এবং তা অবিলম্বে কার্যকর হবে।

এনবিআরের এক আদেশে বদলি হওয়া কর্মকর্তাদের ২২ সেপ্টেম্বর বিকেলের মধ্যে নিজ নিজ কর্মস্থল থেকে অবমুক্ত হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে সোমবার (১৫ সেপ্টেম্বর) আরও ১৮২ সহকারী রাজস্ব কর্মকর্তাকে বদলি ও পদায়ন করে সংস্থাটি। কয়েক মাস ধরে এনবিআরের বিভিন্ন দপ্তরে কর্মকর্তাদের রদবদল অব্যাহত রয়েছে। এ সময় এনবিআর বিলুপ্তির আন্দোলনের সঙ্গে জড়িত কিছু কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্তও করা হয়েছে।

এ ছাড়া মানি লন্ডারিং মামলায় কারাবন্দি গাজীপুর কর অঞ্চলের সার্কেল–৪-এর কর পরিদর্শক আবু হাসান মোহাম্মদ খাইরুল ইসলামকেও সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে এনবিআর সূত্রে জানা গেছে।

আপনার জেলার সংবাদ পড়তে