ট্রাইব্যুনালে মাহমুদুর রহমান, জেরা করবেন হাসিনার আইনজীবীরা

এফএনএস অনলাইন: | প্রকাশ: ১৭ সেপ্টেম্বর, ২০২৫, ১২:২৭ পিএম
ট্রাইব্যুনালে মাহমুদুর রহমান, জেরা করবেন হাসিনার আইনজীবীরা

জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ তিনজনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ কার্যক্রমের অংশ হিসেবে, আজ বুধবার শেখ হাসিনার আইনজীবী দ্বিতীয় দিনের মতো জেরা করবেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহামুদুর রহমানকে। তিনি এ লক্ষ্যে সকালে ট্রাইব্যুনালে হাজির হয়েছেন।

তার জেরা শেষ হলে আজ একই ট্রাইব্যুনালে সাক্ষ্য দেওয়ার কথা রয়েছে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের। বুধবার বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনালে এ জেরা করা হবে। 

এর আগে মঙ্গলবার দুপুরে ট্রাইব্যুনালে আসেন নাহিদ ইসলাম। তবে এ মামলার তারকা সাক্ষী মাহমুদুর রহমানের জেরা সম্পন্ন না হওয়ায় ফিরে যান তিনি। 

মঙ্গলবার মাহমুদুর রহমান দ্বিতীয় দিনের সাক্ষ্যে বলেন, ফ্যাসিস্ট আওয়ামী দুঃশাসন যেন আর কোনোদিন ফিরে না আসে। 

এ দিকে ট্রাইব্যুনাল-২ তে আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানোর মামলায় দ্বিতীয় দিনের সাক্ষ্যগ্রহণ হবে আজ। সাক্ষ্য দেবেন ওই ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।

এর আগে মঙ্গলবার রাষ্ট্রপক্ষের ৪৬তম সাক্ষী হিসেবে এই মামলায় দ্বিতীয় দিনের জবানবন্দি দিয়েছেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। তারপর তাকে জেরা শুরু করেন শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের পক্ষে রাষ্ট্রীয় খরচে (স্টেট ডিফেন্স) নিযুক্ত আইনজীবী মো. আমির হোসেন। এর আগে সোমবার (১৫ সেপ্টেম্বর) ট্রাইব্যুনাল-১ এর প্রথম দিনের মতো সাক্ষীর জবানবন্দি দেন মামহমুদুর রহমান।

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ তিনজনের বিরুদ্ধে এর আগে গত বুধবার (১০ সেপ্টেম্বর) ১৫তম দিনে মামলার ঐতিহাসিক প্রেক্ষাপটে ট্রাইব্যুনালে দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের সাক্ষ্য দেওয়ার কথা থাকলেও ব্যক্তিগত অসুবিধার কারণে সেদিন উপস্থিত থাকতে পারেননি বলে প্রসিকিউশনের পক্ষ থেকে জানানো হয়।

আপনার জেলার সংবাদ পড়তে