আন্তঃ ক্যাডার বৈষম্য নিরসনের দাবীতে মানববন্ধন

এফএনএস (মোঃ রেজাউল ইসলাম শামীম; পিরোজপুর) :
: | আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম : | প্রকাশ: ২৬ ডিসেম্বর, ২০২৪, ০৪:০১ এএম
আন্তঃ ক্যাডার বৈষম্য নিরসনের দাবীতে মানববন্ধন

শিক্ষা ক্যাডারের সরকারী কলেজ সমুহের শিক্ষকদের একটি সংগঠন আন্তঃ ক্যাডার বৈষম্য নিরসনের দাবীতে পিরোজপুরে মানববন্ধন করেছে। আজ বৃহস্পতিবার দুপুর ১২ টায় স্থানীয় সরকারী সোহরাওয়ার্দী কলেজের সামনে আন্তঃ ক্যাডার বৈষম্য নিরসন পরিষদ নামের পিরোজপুর জেলা ইউনিট এ মানববন্ধনের আয়োজন করে। 

ঘন্টাব্যাপী মানববন্ধনকালীন বক্তারা বলেন, যে বৈষম্যের বিরুদ্ধে জুলাই-আগস্টে ছাত্র-জনতা আন্দোলনের মধ্য দিয়ে এদেশ থেকে বৈষম্য দূরীকরণের পথ করে দিয়েছে, আজ সেই পথ আবার রুদ্ধ হতে চলেছে। শিক্ষক নেতারা তাদের বক্তব্যে জনপ্রশাসন সংস্কার কমিশন কর্তৃক প্রস্তাবিত শিক্ষা ও স্বাস্থ্য ক্যাডারকে ক্যাডার বহির্ভুতকরণের সুপারিশ  প্রত্যাখানের কথা জানিয়ে বক্তব্য রাখেন। উপসচিব পদে সব ধরনের কোটা বাতিলেরও দাবী জানান তারা। তারা বলেন তাদের এ যৌক্তিক দাবী মানা না হলে তারা বৃহত্তর আন্দোলনের কর্মসূচীও দিবেন।

এসময়ে বক্তব্য রাখেন সরকারী সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ অধ্যাপক পান্না লাল রায়, সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক শেখ মোঃ রফিকুল ইসলাম,  সোহরাওয়ার্দী কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ইলিয়াস বেপারী, সহযোগী অধ্যাপক মুহাম্মদ শাহীন রেজা ও সহকারী অধ্যাপক শাহাবুদ্দিন সিকদার।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে