বিএসসি প্রকৌশলীদের তিন দফা প্রস্তাবের প্রতিবাদ ও ডিপ্লোমা প্রকৌশলীদের সাত দফা বাস্তবায়নের দাবিতে সিলেটে পূর্বঘোষিত অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। বুধবার সকাল সাড়ে ১২টায় চৌহাট্টায় আয়োজিত এ কর্মসূচিতে সিলেট ও মৌলভীবাজারের বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউটের শত শত শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
কারিগরি ছাত্র আন্দোলনের ব্যানারে অংশ নেওয়া শিক্ষার্থীরা অভিযোগ করেন, ডিপ্লোমা প্রকৌশলীদের প্রকাশ্যে হত্যার হুমকি দেয়া হয়েছে। একই সঙ্গে প্রকৌশল সেক্টরে পেশাগত সমস্যা সমাধানে গঠিত "অসম ও একপেশে কমিটি" তারা প্রত্যাখ্যান করেন। পাশাপাশি তারা সরকারের কাছে বিএসসি প্রকৌশলীদের অযৌক্তিক তিন দফা দাবি বাতিল করার আহ্বান জানান।
এর আগে মঙ্গলবার শিক্ষার্থীরা নগরীর কোর্ট পয়েন্ট এলাকায় এক ঘণ্টা অবস্থান কর্মসূচি পালন করেন এবং জেলা প্রশাসক কার্যালয়ে স্মারকলিপি জমা দেন। এরই ধারাবাহিকতায় বুধবারের অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়।
ডিপ্লোমা প্রকৌশলীদের সাত দফা দাবির মধ্যে রয়েছে-
সংরক্ষিত পদ ও পদোন্নতির হার বৃদ্ধি, প্রকৌশল কর্মক্ষেত্রে ফিল্ড ও ডেস্ক ইঞ্জিনিয়ারিংয়ের পৃথকীকরণ,
জাতীয় মেধার অপচয় রোধ, আন্তর্জাতিক মানে জনবল কাঠামো প্রণয়ন, কারিকুলাম আধুনিকায়ন, মেধাবৃত্তি বৃদ্ধি এবং উচ্চশিক্ষার সুযোগ নিশ্চিতকরণ।
অন্যদিকে, বিএসসি প্রকৌশলীরা দাবি জানাচ্ছেন-
নবম গ্রেডে সহকারী প্রকৌশলী নিয়োগ, দশম গ্রেডে ডিপ্লোমা কোটা বাতিল করে সবার জন্য উন্মুক্ত করা, ‘প্রকৌশলী’ উপাধি শুধু বিএসসি ডিগ্রিধারীদের জন্য সংরক্ষণ। বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, “কারিগরি শিক্ষাব্যবস্থাকে ধ্বংসের ষড়যন্ত্র চলছে। ডিগ্রি প্রকৌশলীদের দাবি অবাস্তব এবং এতে আমাদের পেশাগত অধিকার হরণ হতে পারে।” তারা সরকারের কাছে নিরাপত্তা নিশ্চিতকরণ ও সুষ্ঠু নীতি প্রণয়নের দাবি জানান। অবস্থান কর্মসূচিতে শিক্ষার্থীরা ব্যানার ও প্ল্যাকার্ডে তাদের দাবিগুলো তুলে ধরে শ্লোগান দেন। তুমি চাইলে আমি এটিকে আরও সংক্ষিপ্ত সংবাদ শিরোনাম আকারে বা ফিচারধর্মী লেখায় রূপান্তর করতে পারি।