রায়গঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি সভা

এফএনএস (টি এম কামরুজ্জামান লাবু; রায়গঞ্জ, সিরাজগঞ্জ) : | প্রকাশ: ১৭ সেপ্টেম্বর, ২০২৫, ০৪:৩৭ পিএম
রায়গঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি সভা

 সিরাজগঞ্জ রায়গঞ্জে আসন্ন শারদীয় উৎসব সুষ্ঠু ও সুন্দর ভাবে উৎযাপন উপলক্ষে প্রস্তুতি সভা হয়েছে। ১৬/০৯/২৫ তারিখ মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলা হলরুমে এ সভার আয়োজন করে উপজেলা প্রশাসন। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার হুমায়ুন কবির। উপস্থিত ছিলেন, রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ কে এম মাসুদ রানা, সলঙ্গা থানার অফিসার ইনচার্জ হুমায়ুন আহমেদ, উপজেলা পূজা উৎযাপন পরিষদের সভাপতি ড: চন্দন কুমার সরকার, পল্লীবিদ্যুতের ডিজিএম নিজামুল হক, আনছার বিডিপি কর্মকর্তা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাশেদুল ইসলাম। রায়গঞ্জ উপজেলার  ৮৪ টি মন্দিরের সভাপতি সাধারণ সম্পাদক সহ উপজেলার বিভিন্ন অফিসের কর্মকর্তাবৃন্দ। উক্ত সভায় ৫ দিন ব্যাপী শারদ উৎসব সুষ্ঠু ভাবে উৎযাপন  উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা জোরদার  সার্বক্ষণিক বিদ্যুৎ সরবরাহের উপর গুরুত্ব আরোপ করা হয়। পূজা উপলক্ষে এখন পর্যন্ত রায়গঞ্জ উপজেলায় কোন প্রকার বরাদ্দ পাওয়া যায় নাই এবং পূজা মন্ডপের সঠিক সংখা জানা যায়নি। আগামী শনিবার এব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে বলে সংস্লিষ্ট সুত্রে জানা যায়।

আপনার জেলার সংবাদ পড়তে