কিশোরগঞ্জের বাজিতপুর পৌর শহরের সিনেমা হল দুর্জয় মোড় হতে আজ বুধবার সকাল ১১ টায় মুফতি গিয়াস উদ্দীন আত-তাহেরী সহ সুন্নী নেতা কর্মীদের বিরুদ্ধে হয়রানি মূলক মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন, বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করা হয়। প্রতিবাদ সমাবেশে বিভিন্ন বক্তারা বলেন, আহলে সুন্নাত ওয়াল জামআত বাজিতপুর উপজেলা শাখার যুব সদস্য হাফেজ আলী আকবর, উপজেলা প্রচার সম্পাদক কায়সার ওয়াহীদ, সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম এর নেতৃত্বে এক বিশাল বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচী পালিত হয়। এ সময় তারা বলেন, একটি চক্র মাজার ভাঙ্গার জন্য উঠে পড়ে লেগেছেন। সেই প্রতিবাদ করতে গিয়ে আহলে সুন্নাত ওয়াল জামআতের সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন আত-তাহেরী সহ সারাদেশের নেতাকর্মীদের নামে মামলা করে আসছে বলে প্রতিবাদ সমাবেশে বলা হয়। আরো বক্তব্য রাখেন, আবু মাসাকীন রেজভি, হাফেজ মাওলানা তসলিম আলম মাহাদী, হাফেজ আলী আকবর সহ কয়েকজন নেতা কর্মী সমাবেশে বক্তব্য রাখেন।