৭৮তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের মাঠ সংযুক্তি কার্যক্রমের অংশ হিসেবে নীলফামারী জেলা পুলিশের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৬ সেপ্টেম্বর জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন ছিল।
এতে সভাপতিত্ব করেন নীলফামারীর পুলিশ সুপার এ.এফ.এম.তারিক হোসেন খান। শুরুতে নবীন প্রশিক্ষণার্থীদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে পুলিশ সুপার তাদের সাথে পরিচিত হন এবং প্রশিক্ষণকালীন কর্মসূচি বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন।
মতবিনিময় সভায় পুলিশ সুপার প্রশিক্ষণার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। তিনি বলেন,এ মহান দায়িত্ব পালনে সততা, নিষ্ঠা ও মানবসেবার চেতনা অটুট রাখা অপরিহার্য। পুলিশ সদস্যরা কেবল আইন-শৃঙ্খলা রক্ষার দায়িত্বই পালন করেন না, তারা জনগণের সেবক হিসেবেও কাজ করেন। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রাকে আরও ত্বরান্বিত করতে হবে। তিনি প্রশিক্ষণার্থীদের দেশ ও জনগণের কল্যাণে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানান।
সভা শেষে জেলা পুলিশের পক্ষ থেকে প্রশিক্ষণার্থীদের হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেন পুলিশ সুপার। এ সময় উপস্থিত ছিলেন জেলা পুলিশের বিভিন্ন শাখার কর্মকর্তারা। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) এ.বি.এম.ফয়জুল ইসলাম।