ঝিনাইদহ-যশোর মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণে প্রকল্পে জমির ন্যায্যমুল্যে দেওয়ার দাবীতে মানববন্ধন ও সড়ক অবরোধ করে ক্ষতিগ্রস্ত মালিক ও ব্যবসায়ীরা। বুধবার সকালে কালীগঞ্জ শহরের মেইন বাসস্ট্যান্ডে এ কর্মসূচীর আয়োজন করা হয়। এতে ব্যানার ফেস্টুন নিয়ে ব্যবসায়ী ও জমির মালিকরা অংশ নেয়। কর্মসূচীতে ক্ষতিগ্রস্থ জমির মালিক আলহাজ শহিদুল ইসলাম, বদরুজ্জামান, ডা: জহুরুল ইসলাম, কমিশনার আনোয়ারসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
মানববন্ধন থেকে তারা অভিযোগ করেন, যেসব জমির দাম ১০ লাখ টাকা সেই জমির দাম দেওয়া হচ্ছে ২ লাখ টাকা করে। এছাড়া একটি বাড়ি বা প্রতিষ্ঠানের সম্পুর্ণ ক্ষতিপুরণ না দিয়ে আংশিক দিচ্ছে। এতে রাস্তার দুই পাশের শত শত জমি ও বাড়ির মালিকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই মালিক ও ব্যবসায়ীদের ন্যায্য মুল্যে নিশ্চিতের দাবী জানানো হয়।
পরে ঝিনাইদহ-যশোর মহাসড়ক অবরোধ করে। এতে ঝিনাইদহ থেকে যশোর, কুষ্টিয়া ও চুয়াডাঙ্গাগামী সকল রুটের যানচলাচল বন্ধ হয়ে যায়। প্রায় ১ ঘন্টা পর আবারো অবরোধ তুলে নেয় আন্দোলনকারীরা।