ঝিনাইদহের কালীগঞ্জে আসন্ন দূর্গাপূজা নির্বিঘ্ন করতে হিন্দু ধর্মলম্বীদের সাথে মতবিনিময় করেছে উপজেলা ও পৌর বিএনপি। বুধবার বেলা ১২ টার দিকে শহরের সরকারি নলডাঙ্গা ভূষন স্কুল অডিটোরিয়ামে মতবিনিময় সভার আয়োজন করা হয়। মতবিনিময় সভায় দেবু প্রসাদ মৈত্রীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ন আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ। ঝিনাইদহ হিন্দু বৌদ্ধ কল্যাণ ফ্রন্টর যুগ্ম আহ্বায়ক প্রবীর বিশ্বাসের সঞ্চলনায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপি নেতা হামিদুল ইসলাম হামিদ বলেন,বিএনপি সব সময় গনতন্ত্রে বিশ্বাস করে।গনতান্ত্রিক দেশে সবার সমান অধিকার। সম্প্রীতির এ দেশে আমরা মিলে মিশে বসবাস করি। এদেশে দুষ্কৃতিকারীর স্থান হবে না। সে সময় বিএনপি নেতা হামিদ আরো বলেন,আপনাদের পূজা পালন নির্বিঘ্নে ও উৎসব মুখর করতে বিএনপি সব সময় আপনাদের পাশে থাকবে। সভায় উপস্থিত ছিলেন বাবু শশাঙ্ক, প্রভাত ব্যানার্জ্জি,জগদিশ দেবাধিকারী,শিবু পদ বিশ্বাস, নিশিত শাহ, হরেন্দ্র নাথ মল্লিক, প্রশান্ত খা, সাধন পাল,নগেন দাস প্রমুখ।