গজারিয়া বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি'র ৪৭ তম প্রতিষ্ঠাবাষিকি উপলক্ষে মুন্সিগঞ্জ যুবদল শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র ৪৭ তম প্রতিষ্ঠাবাষিকি উপলক্ষে মুন্সিগঞ্জ জেলা যুবদলের পক্ষ থেকে হোসেন্দী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ ও ও বিদ্যালয় প্রাঙ্গনে বৃক্ষ রোপণ করা হয়।
বুধবার বিকাল ৪:০০ টার সময় হোসেন্দী বহুমুখী উচ্চ বিদ্যালয় এর মাঠে মুন্সিগঞ্জ জেলা যুবদল সদস্য সচিব মোজাম্মেল হক মুন্নার নেতৃত্বে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন জাতের চারা তুলে দেওয়া হয় এবং বৃক্ষ রোপণ করা হয়।
উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক খন্দকার জালাল রিমু, সদস্য সচিব নাজির আহমেদ সিকদার,যুবদলের যুগ্ম আহবায়ক নজরুল মেম্বার, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মাসুম, সোবহান প্রধান, মোস্তাকিম, যুবদল নেতা মফিজুর রহমান রনি, উপজেলা ছাত্রদলের আহবায়ক মিজানুর রহমান মিজানসহ যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ছাত্র-ছাত্রীদের মাঝে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ শেষে মুন্সিগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব বলেন এখন থেকে নিয়মিত গজারিয়া উপজেলার প্রত্যেকটি স্কুলের ছাত্র-ছাত্রীদের মাঝে বৃক্ষরোপণ ও গাছের চারা পর্যায়ক্রমে বিতরণ করা হবে তিনি ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে বলেন তোমরা ঠিকমত লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা করতে হবে।